Hooghly News: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দেওয়াল, চাপা পড়ল দম্পতি

Last Updated:

Hooghly News: বাড়ির দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের নকুন্ডা এলাকায়। আহতরা হলেন কালিপদ পোড়েল এবং শিবানী পোড়েল।

ভেঙে পড়ল বাড়ি
ভেঙে পড়ল বাড়ি
গোঘাট: বাড়ির দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের নকুন্ডা এলাকায়। আহতরা হলেন কালিপদ পোড়েল এবং শিবানী পোড়েল। জানা গেছে ভগ্ন প্রায় ওই বাড়িটিতেই থাকতেন কালিপদ বাবু এবং তার পরিবারের সদস্যরা। এদিন হঠাৎই বাড়ির একটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর তখনই ওই দুজনে চাপা পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই কালিপদ বাবুর বাড়িতে বিকট শব্দের আওয়াজ শুনতে পাওয়া যায়। তড়িঘড়ি ছুটে যেয়ে দেখা যায় তাঁর মাটির বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। বাড়িতে থাকা কালিপদ ও তার স্ত্রী চিৎকার করতে থাকেন। এলাকার সকলেই ভাঙা বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে। ঘটনায় আহত দুজনেই। স্থানীয়রাই তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা যায়, এদিন বাড়ির মধ্যেই প্রত্যেকেই ছিল। কিন্তু মাটির বাড়ি দেওয়ালটি যেখানে ভেঙে পড়ে ঠিক সেখানেই ছিলেন ঐ দম্পতি। ঘটনা জেরে সদস্যরা বাইরে বেরিয়ে এলেও কালিপদ এবং তার স্ত্রী শিবানী পোড়েল বের হতে পারেননি। দেওয়াল ভাঙার সঙ্গে সঙ্গে তাদের উপর ভেঙে পড়ে প্রায় গোটাবাড়ি। বর্তমানে আহত দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দেওয়াল, চাপা পড়ল দম্পতি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement