আরও পড়ুন: একসঙ্গে ৫ টি স্নো লেপার্ডের জন্ম দার্জিলিং চিড়িয়াখানায়
হুগলির এই গ্রামের বাসিন্দাদের দাবি, জনবসতিপূর্ণ গ্রামের মধ্যে লেয়ার পোল্ট্রি ফার্ম তৈরি হলে গোটা গ্রামের মানুষ নানান রোগে আক্রান্ত হবে। সেখানকার প্রচন্ড দুর্গন্ধে গ্রামে টেকা যাবে না। ইতিমধ্যেই ওই গ্রামে একটি পোল্ট্রি ফার্ম আছে। যা নিয়ে গ্রামের বাসিন্দাদের অভিজ্ঞতা ভালো নয়। ওই পোল্ট্রি ফার্মের পচা গন্ধে ইতিমধ্যেই সমস্যায় পড়ে গ্রামের মানুষ। সেখানকার ময়লার জন্য গোটা গ্রামে মাছির উপদ্রব বেড়েছে বলে অভিযোগ। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই তাঁরা আর গ্রামের মধ্যে লেয়ার পোল্ট্রি ফার্ম তৈরি করতে দেবেন না বলে পরিষ্কার জানিয়ে দেন। ইতিমধ্যেই এই লেয়ার পোল্ট্রি ফার্ম বন্ধের আবেদন জানিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, হুগলির জেলাশাসক, আরামবাগের মহকুমাশাসক থেকে বিডিও অফিস সব জায়গায় লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে।
advertisement
এদিকে গ্রামবাসীদের এই আচরণে প্রবল ক্ষুব্ধ নির্মীয়মান পোল্ট্রি ফার্মের মালিক রাজেশ পাইন। তিনি বলেন, সেই ২০০৫ সাল থেকে মুরগির ব্যবসা করছি। রাজ্য সরকারের অনুমতি নিয়েই পোল্ট্রি ফার্ম তৈরি করা হচ্ছিল। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করে গ্রামবাসীদের খেপিয়ে তুলে তাঁর পোল্ট্রি ফার্ম বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তিনি ইতিমধ্যেই বিডিও-কে গোটা বিষয়টি লিখিত জানিয়েছেন বলে জানান।
শুভজিৎ ঘোষ





