Darjeeling News: একসঙ্গে ৫ টি স্নো লেপার্ডের জন্ম দার্জিলিং চিড়িয়াখানায়

Last Updated:

শাবকগুলির মধ্যে দুটো মেয়ে ও তিনটে ছেলে। রের ও ময়ূর নামে এক স্নো লেপার্ড দম্পতি দুটি শাবকের জন্ম দেয়। অপরদিকে মর্নিং ও নামকা নামে অপর এক স্নো লেপার্ড দম্পতি তিনটি শাবকের জন্ম দেয়।

+
title=

দার্জিলিং: দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন। জন্ম নিল পাঁচটি স্নো লেপার্ড। এই নতুন অতিথিদের আগমনের খবর সামনে আসতেই চিড়িয়াখানাজুড়ে খুশির জোয়ার। উল্লেখ্য, দার্জিলিঙের এই চিড়িয়াখানার পোশাকি নাম হল পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক।
দার্জিলিং চিড়িয়াখানা সূত্রে খবর, চলতি মাসেই এই স্নো লেপার্ডের ছানাগুলোর জন্ম হয়েছে। সব মিলিয়ে এখন দার্জিলিং চিড়িয়াখানায় স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে হল ১৪ টি। আগামীতে এই শাবকগুলিই পর্যটকদের মূল আকর্ষণ হবে বলে মনে করছে পদ্মজা নাইডু পার্ক কর্তৃপক্ষ।
advertisement
এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম হয়েছিল দার্জিলিং চিড়িয়াখানায়। তার দু’বছর পর এবার একসঙ্গে পাঁচটি স্নো লেপার্ড শাবক জন্ম নিল এখানে। শাবকগুলির মধ্যে দুটো মেয়ে ও তিনটে ছেলে। রের ও ময়ূর নামে এক স্নো লেপার্ড দম্পতি দুটি শাবকের জন্ম দেয়। অপরদিকে মর্নিং ও নামকা নামে অপর এক স্নো লেপার্ড দম্পতি তিনটি শাবকের জন্ম দেয়। সন্তান জন্ম দেওয়ার পর দুই মা স্নো লেপার্ড‌ই সুস্থ আছে। শাবক সহ তাদের এখন নাইট শেল্টারে রাখা হয়েছে। এখনই তাদের পর্যটকদের সামনে আনা হবে না।
advertisement
দার্জিলিং চিড়িয়াখানায় একসঙ্গে পাঁচটি স্নো লেপার্ডের জন্ম হওয়ায় খুশি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, সত্যিই দারুন খবর। একদিকে বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছে, অপরদিকে দার্জিলিং চিড়িয়াখানায় স্নো লেপার্ডের জন্ম হল। এটা রাজ্যের বনকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আনন্দের খবর বলে তিনি মন্তব্য করেন।
বিরল রেড পান্ডার জন্যই মূলত দার্জিলিং চিড়িয়াখানা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু একসঙ্গে এতগুলো স্নো লেপার্ডের জন্ম হওয়ায় আগামী দিনে তারাও পর্যটক টানতে সাহায্য করবে বলে মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কের ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, একসঙ্গে পাঁচটি স্নো লেপার্ডের জন্ম আমাদের কাছে দারুন খবর। দুই মা ও পাঁচ শাবক প্রত্যেকে সুস্থ আছে। তাদের বিশেষ যত্নে রাখা হয়েছে।
advertisement
আপাতত তিনমাস পর্যটকদের চোখের আড়ালে রাখা হবে ওই পাঁচ স্নো লেপার্ড শাবককে। তাদের সুস্থ রাখতে দেওয়া হচ্ছে ভিটামিন। মায়েদের খাবারে মাংসের পরিমাণ বাড়ানো হয়েছে। চব্বিশ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের উপর নজরদারিতে চালাচ্ছে।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দার্জিলিং/
Darjeeling News: একসঙ্গে ৫ টি স্নো লেপার্ডের জন্ম দার্জিলিং চিড়িয়াখানায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement