হোম /খবর /উত্তরবঙ্গ /
এই রেশন দোকানে চালা-গমের বদলে পাওয়া যায় নগদ টাকা! ব্যাপারটা ঠিক কী

Alipurduar News: রেশন দুর্নীতির অভিযোগে উত্তাল এলাকা

X
title=

রেশন ডিলার দীর্ঘ চারমাস ধরে সঠিক সময়ে গ্ৰাহকের রেশন দিচ্ছেন না। সেই সঙ্গে সরকার নির্ধারিত মাত্রার থেকে কম রেশন দেওয়ারও অভিযোগ উঠেছে।

  • Share this:

আলিপুরদুয়ার: প্রতি মাসে সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে পাওয়া যাচ্ছে না রেশনের খাদ্য সামগ্রী। এমনই চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল নতুন হাসিমারা এলাকা।

আরও পড়ুন: স্কুল তছনছ করে দিল চোরের দল, ফেরার পথে নিয়ে গেল সিসিটিভির হার্ডডিস্ক

রেশনের খাদ্য সামগ্রী নিয়ে ফের দুর্নীতির অভিযোগ উঠল আলিপুরদুয়ারের নতুন হাসিমারা এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, রেশন ডিলার দীর্ঘ চারমাস ধরে সঠিক সময়ে গ্ৰাহকের রেশন দিচ্ছেন না। সেই সঙ্গে সরকার নির্ধারিত মাত্রার থেকে কম রেশন দেওয়ারও অভিযোগ উঠেছে। কম পরিমাণে আটা দেওয়া হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের একাংশের। এমনকি রেশন নিতে এলে শুধু টোকন দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার ঘটনাও নাকি ঘটছে। পরে সেই টোকেন নিয়ে দীর্ঘদিন রেশন ডিলারের দোকানে ঘুরে যেতে হচ্ছে বলেও অভিযোগ বাসিন্দাদের।

তবে রেশন ডিলার বিবেক আগরওয়ালের বিরুদ্ধে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি হল, হামেশাই তিনি রেশনে চাল বা আটা না দিয়ে গ্রাহকদের নগদ অর্থ নিতে বাধ্য করেন। এরই প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ওই রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান। যদিও তাঁর বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করে রেশন ডিলার বিবেক অগরওয়াল বলেন, সময় মত চাল-আটা না আসায় অনেক সময় গ্ৰাহকদের দোকানে এসেও ঘুরে যেতে হয়। কিন্তু কাউকে কম পরিমাণ জিনিসপত্র দেওয়া হয়নি। এমনকি নগদ অর্থ দেওয়ার অভিযোগও মিথ্যে বলে দাবি করেন তিনি।

অনন্যা দে

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Alipurduar news, Ration