আরও পড়ুন: গোঘাটের এই গ্রামে ট্যাপকল আছে কিন্তু জল নেই, বঞ্চিত ৩০টি পরিবার
আট থেকে দশ ইঞ্চি টবে বা পটে এই চারা রোপণের জন্য উদ্যোগ নিন। পিটুনিয়া ঝোপযুক্ত গাছ এবং তার শেকড় যেহেতু গুচ্ছমূল,চারপাশে ছড়ায়, নীচের দিকে বেশি যায় না।পিটুনিয়া দোআঁশ মাটিতে ভালো হয়। দেড় ভাগ এঁটেল মাটির সঙ্গে দেড় ভাগ বালি। প্রয়োজনীয় দোআঁশ মাটি তৈরি হয়ে যাবে। এই মাটি আদর্শ, কেননা এর জলধারণ ক্ষমতা কম। গাছের গোড়ায় জল জমে থাকাটা পিটুনিয়া একদম পছন্দ করে না।খোলপচা জল দেওয়ার পাশাপাশি পনেরো দিন পর পর এক চামচ ইউরিয়া, দু’চামচ পটাশ আর আট চামচ সিঙ্গল সুপার ফসফেট গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে টব প্রতি গাছের গোড়া থেকে দূরে এক চামচ করে ছড়িয়ে মাটি খুঁচিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। যখন এই সার দেবেন, তখন মাটি যেন হালকা ভেজা ভেজা থাকে। ব্যস, এভাবে জৈব ও রাসায়নিক খাবার নিয়ম করে দিয়ে গেলেই হবে, এর বাইরে আর কিছু দিতে হবে না। তাতেই প্রচুর ফুল হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে কৃষক তারকনাথ বাবু জানান বিভিন্ন রকমের ফুল গাছ দেখেছিলাম। কিন্তু এই পিটুনিয়া মনে হল নতুন ফুল তাই নিজের নার্সারিতে লাগিয়েছিলাম। এখান থেকে একদিকে যেমন ফুল গাছ বিক্রয় করতে পারবে ঠিক অন্যদিকে চারা গাছ বাজারে বিক্রয় হচ্ছে। তাতে করে অন্যান্য চাষে থেকে এই ফুল চাষ করে ব্যাপক লাভ হচ্ছে বলে জানিয়েছেন।
Suvojit Ghosh