Hooghly News: গোঘাটের এই গ্রামে ট্যাপকল আছে কিন্তু জল নেই, বঞ্চিত ৩০টি পরিবার  

Last Updated:

হুগলির গোঘাটের মহাপ্রভু এলাকায় দীর্ঘদিন যাবত কল আছে কিন্তু জল নেই।

+
ট্যাপ

ট্যাপ কলে জল নেই 

গোঘাট: হুগলির গোঘাটের মহাপ্রভু এলাকায় দীর্ঘদিন যাবত কল আছে কিন্তু জল নেই। গ্রামের মানুষ রীতিমতো পানীয় জলের সমস্যায় সম্মুখীন। পানীয় জল তাদেরকে বহু দূর থেকে আনতে যেতে হচ্ছে। জানা যায় দীর্ঘদিন আগের সজল ধারা পাইপলাইন সহ ট্যাপ বসানো হলেও পড়ছে না জল। আবার অন্যদিকে সরকারি ট্যাপ কলও বন্ধ। স্থানীয় গ্রামবাসীদের বাড়িতে থেকেই পানীয় জল পরিষেবা থাকলেও বঞ্চিত আছে ওই এলাকার ৩০ টি পরিবার। এর ফলে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বাড়ির মহিলাদের। সংসারে কাজকর্ম সামলে দূর থেকে জল আনা খুবই কষ্টকর হয়ে আসছে। রীতিমতো এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।
এই বিষয়ে গ্রামের মহিলা চায়না সাঁতরা জানান অনেকদিন আগেই প্রশাসন সজল ধারা প্রকল্পের ট্যাপ বসানো হয়েছে। কিন্তু পানীয় জল আনতে গেলেও জল পাচ্ছে না। জলের সমস্যার ফলে জল কষ্টে ভুগতে হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে সমস্যা পড়তে হচ্ছে। এমনকি বাড়িতে কাজকর্ম জন্য বহু দূর দুরান্ত থেকে জল আনার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বারবার বিষয়টি নিয়ে পঞ্চায়েত থেকে ব্লকে অভিযোগ জানালেও কোন কাজের কাজ হয়নি। প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। তারা সকলেই চান দ্রুত এই ট্যাপের মাধ্যমে জলের পরিষেবা দেওয়া হোক।
advertisement
advertisement
যদিও এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের বক্তব্য জলের যে সমস্যা তা ওই গ্রামেই রয়েছে শুধু তাই নয় বহু জায়গাতেই পানীয় জলের পরিষেবার সমস্যা। ওই এলাকার সজল ধারাটি খুবই পুরাতন। দ্রুত সমস্যা সমাধান করবেন আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের।তাহলে এখানেই প্রশ্ন উঠছে এতদিন ধরে কেন প্রশাসন পরিষেবা দিল না। আদেও কি পানীয় জলের সমস্যা সমাধান মিটবে গ্রামবাসীদের সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: গোঘাটের এই গ্রামে ট্যাপকল আছে কিন্তু জল নেই, বঞ্চিত ৩০টি পরিবার  
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement