Hooghly News: ট্রাক্টর কিনলে অর্ধেক টাকা দেবে সরকার! এইভাবে আবেদন করুন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
সরকারি এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই হুগলি জেলায় ট্রাক্টর পাওয়া শুরু করেছেন কৃষকরা
হুগলি: কৃষকদের আয় বাড়াতে সরকার একাধিক স্কিম সামনে এনেছে। চাষের কাজে ট্রাক্টর একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। কৃষকরা ট্রাক্টর দিয়ে জমি চষার কাজ করেন। কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় বহু কৃষক আজও ট্রাক্টর ব্যবহার করতে পারেন না। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই বলদ দিয়ে কাজ করতে হয়। অবশ্য ট্রাক্টর ভাড়া নিয়েও অনেকে কাজ চালান। কিন্তু সেক্ষেত্রে অনেক অতিরিক্ত টাকা খরচ হয়ে যায় কৃষকদের। আর তাই এবার ট্রাক্টর কেনার জন্য কৃষকদের ভর্তুকি দিচ্ছে সরকার। খরচের অর্ধেকটা দিতে হবে কৃষককে, বাকি অর্ধেক দেবে সরকার।
সরকারি এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই হুগলি জেলায় ট্রাক্টর পাওয়া শুরু করেছেন কৃষকরা। অনলাইনে আবেদন করে খানাকুল-২ ব্লকের বিমল ভূঁইয়াা কৃষিকাজের জন্য ট্রাক্টর পেয়েছেন।
advertisement
এই প্রকল্পে কৃষকরা যে কোনও সংস্থা থেকেই ট্রাক্টর কিনতে পারেন। অর্ধেক দামেই কৃষকেরা এই ট্রাক্টর কিনতে পারবেন। বাকি অর্ধেক টাকা ভর্তুকি হিসেবে দেবে সরকার। যে কৃষকেরা ট্রাক্টর কিনতে চান কেবলমাত্র তাঁদেরকেই ভর্তুকি দেবে কেন্দ্র। এক্ষেত্রে মনে রাখা দরকার, শুধুমাত্র একটি ট্রাক্টর কেনার ক্ষেত্রেই ভর্তুকির সুবিধা মিলবে। এই সুবিধা পেতে কৃষকদের আধার কার্ড, জমির কাগজপত্র, ব্যাঙ্ক ডিটেলস, পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন। কৃষকেরা নিকটস্থ যে কোনও সিএসসি কেন্দ্রে গিয়ে এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয় উপকৃত কৃষক বিমল ভূঁইয়া জানান, অনলাইনের মাধ্যমে যে সমস্ত কাগজ দরকার সেগুলি নিয়ে আবেদন করেছিলাম। কিছুদিনের মধ্যেই কৃষি দফতর থেকে খবর আসে। পরে আমার হাতে টাক্টর তুলে দেন।
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2023 5:05 PM IST