Hooghly News: দু'দিন আগেই পৌঁছে গেল সান্তাক্লজ! তারপর যা হল...
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
চারিদিকে শুরু হয়ে গিয়েছে বড় দিনের উৎসব। এই সময় গল্পের সান্তাক্লজের জন্য অপেক্ষায় থাকে শিশুরা। অল্পবয়সীরা মনে করে, রাতে ঘুমের মধ্যে সান্তাক্লজ এসে তাদের জন্য উপহার রেখে যাবে
হুগলি: সাদা দাড়ি, লাল-সাদা টুপি, পরিচিত লাল পোশাক সঙ্গে কাঁধে বড় ঢাউস ঝোলা ব্যাগ। সান্তাক্লজের বেশে ধরা দিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। বড়দিনের আগে দৃষ্টিহীনদের স্কুলে এসে সান্তাক্লজের মতোই কচিকাঁচাদের হাতে তুলে দিলেন উপহার। যা দেখে তাজ্জব অভিভাবক-অভিভাবিকা থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সকলেই।
চারিদিকে শুরু হয়ে গিয়েছে বড় দিনের উৎসব। এই সময় গল্পের সান্তাক্লজের জন্য অপেক্ষায় থাকে শিশুরা। অল্পবয়সীরা মনে করে, রাতে ঘুমের মধ্যে সান্তাক্লজ এসে তাদের জন্য উপহার রেখে যাবে। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় সান্তাক্লজ সেজে সেই ভূমিকাতেই অবতীর্ণ হলেন। তাঁর সামাজিক সংগঠন প্রকৃতি নানা সমাজিক কাজ করেন। সেই সংগঠনের সদস্যদের নিয়ে তিনি বড় দিনের দু’দিন আগে পৌঁছে যান উত্তরপাড়া মাখলার একটি দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুলে। ঝুলি ভর্তি উপহার নিয়ে বাচ্চাদের কাছে পৌঁছে যান সুবীরবাবু। বড়দিনের আগে বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এমন উদ্যোগ প্রসঙ্গে সুবীর মুখোপাধ্যায় বলেন, কখনও রেল স্টেশনে থাকা শিশুদের, কখনও ইটভাটার শিশুদের কাছে সান্তাক্লজ সেজে গিয়েছি।তারা খুব আনন্দ পেয়েছে। আজ ব্লাইন্ড স্কুলের শিশুদের কাছে এসেছি। যেহেতু আমি শিক্ষা কর্মাধ্যক্ষ তাই এই বছর ঠিক করি ব্লাইন্ড স্কুলের শিশুদের কাছে পৌঁছব। এই শিশুরা সান্তাকে চোখে না দেখতে পারলেও তারা অনুভব করতে পেরেছে।দৃষ্টিহীন পড়ুয়ারা গান বাজনা করে। কেক, চকলেট উপহার পেয়ে তারা খুব খুশি।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2023 2:10 PM IST