CPIM: বামপন্থার লড়াইয়ে কাটিয়েছেন আজীবন, এখনও লাল নিশানের আশায় ৭১ বছরের এই কমরেড
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
- Published by:Suvam Mukherjee
Last Updated:
CPIM: মীনাক্ষীকে দেখা যায় তার কাছে মেয়ের মতন আলিঙ্গন করতে। কিন্তু কে এই বৃদ্ধা মহিলা যাঁকে মীনাক্ষী ও মায়ের মতন সম্মান দিচ্ছেন
হুগলি: বামেদের ইনসাফ যাত্রা চলছে রাজ্য জুড়ে। যেখানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছেন বাম যুবরা। সেই ইনসাফ যাত্রার বিভিন্ন ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। তারই মধ্যে একটি যা ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সেটি হল হুগলির বাঁশবেড়িয়ার এক বয়স্ক বৃদ্ধার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে লাঠি হাতে এক বয়স্ক বৃদ্ধা বাম নেত্রী মীনাক্ষীকে জড়িয়ে ধরে কাঁদছেন।
মীনাক্ষীকে দেখা যায় তার কাছে মেয়ের মতন আলিঙ্গন করতে। কিন্তু কে এই বৃদ্ধা মহিলা যাঁকে মীনাক্ষী ও মায়ের মতন সম্মান দিচ্ছেন। সেই খোঁজ করতেই লোকাল ১৮ পৌঁছেছিল হুগলির বাঁশবেড়িয়ার সেই ঘটনাস্থলে। সেখানে গিয়ে খুঁজেও পাওয়া যায় সেই বৃদ্ধা মহিলাকে। বৃদ্ধা ওই মহিলার নাম স্বপ্না ঘোষ। বছর একাত্তরের স্বপ্না দেবীর বাড়ি বাঁশবেড়িয়ার যুব সংঘ এলাকায়।
advertisement
বাড়িতে রয়েছে তাঁর মানসিক ভারসাম্যহীন এক দিদি ও কথা না বলতে পারা এক ভাই। কষ্টের সংসারে সবকিছুকে আপোষ করে নিয়েছিলেন কিন্তু আপোষ করেননি শুধু অন্যায়ের সঙ্গে। যেখানেই অন্যায় দেখেছেন শৈশব কাল থেকে সেখানে ছুটে গিয়েছেন স্বপ্না দি। ইনসাফ যাত্রার দিনে তার আবেগ দেখা যায় বাম ছাত্র যুবদের দেখে।
advertisement
স্বপ্না ঘোষ তিনি জানান, শৈশব থেকেই তিনি বামপন্থা কে নিজের আদর্শ রূপে বেছে নিয়েছেন। ছোট থেকেই কোন অন্যায় দেখলে তার প্রতিবাদ করেছেন তিনি। তার প্রতিবাদী মনোভাবের জন্যেই তাঁর বৈবাহিক জীবন ভেঙেছে। তবুও তিনি প্রতিবাদ বন্ধ করেননি। যেখানেই অন্যায় দেখেছেন সেখানে আওয়াজ তুলেছেন।
advertisement
স্বপ্না দেবী ভাই সে কথা বলতে পারেন না। তবে তাঁর গোটা পরিবার বামপন্থী। ৭১ বছর বয়সে দাড়িয়েও তিনি চেয়েছিলেন ইনসাফ যাত্রার অংশ হতে। তবে বার্ধক্য জনিত রোগের কারণে ও হাঁটতে না পারার জন্য রাস্তায় দাঁড়িয়েই অনুপ্রাণিত করেছেন বাম ছাত্র যুবদের।
advertisement
স্বপ্নাদির কথায়, তাঁর আদর্শ তাঁর নীতি তিনি যে ভাবধারায় বিশ্বাসী তা অবশ্যই সফল হবে একদিন। বর্তমান সময়ে তাকে বিচলিত করে তোলে বর্তমান দেশ কাল রাজ্য রাজনীতির সমস্ত বিষয়। নিজে কোনদিনও মা হয়ে উঠতে পারেননি। তবে বহু বামপন্থী মনোভাবাপন্ন যুবক যুবতীদের কাছে স্বপ্নাদি মায়ের মতনই।
স্বপ্না দেবীর দাবি, “দৃঢ় বিশ্বাস বামপন্থায় আবারও একদিন সারা দেবে সমস্ত রাজ্যের মানুষ। বাম ছাত্র যুবদের যে দাবি নিয়ে তাঁরা রাস্তায় নেমেছে সেই দাবি রাজনীতির ঊর্ধ্বে। চাকরির দাবি জীবনের দাবি শ্রমিক, কৃষক, খেটে খাওয়া সকল মানুষের সকল দাবি একদিন পূরণ হবেই।”
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2023 10:58 PM IST








