উল্লেখ্য, সোলার পাম্প দিয়ে জল তোলা হচ্ছে জমি থেকে। প্রয়োজন অনুযায়ী তা চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। এককালীন প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা সোলার পাম্প বসাতে খরচ। কিন্ত যৎসামান্য পরিচর্যা ছাড়া আর কোন খরচ নেই সেচের কাজে। ফলে সহজেই জমিতে জল সেচের জন্য এই পাম্প কিনতে পারছেন কৃষকরা।
আরও পড়ুন ঃ বাড়িতে না জানিয়ে নদীতে স্নান, বর্ষার ভরা দ্বারকেশ্বরে তলিয়ে মৃত্যু কিশোরের
advertisement
ফলত এই সোলার প্যানেলে হারাধন বাবু জমিতে লাগানোর পরে এলাকার কৃষকেরা কেনার জন্য উদ্যোগী হচ্ছেন। এই বিষয়ে হারাধন মণ্ডল নামে এক কৃষক বলেন, এক বিঘা জমিতে সেচের জন্য ইলেকট্রিক পাম্প থেকে জল নিতে গেলে প্রায় বিঘা প্রতি ২০০০ টাকা খরচা হয়। তাও আবার লোডশেডিং হলে এলাকায় সময় মত জমিতে জল পাওয়া যায় না।
কিন্তু সোলার প্যানেল বসালে বিদ্যুতের আর প্রয়োজন পড়বে না। এতে যেমন চাষের সুবিধা হয়েছে, তেমনই কৃষকদের বিদ্যুৎ খরচও অনেকটা বেঁচে গিয়েছে। সৌর বিদ্যুতের সাহায্যে এই পাম্প চালায় বিদ্যুৎ থাকল কিনা তাতে খুব কিছু যায় আসে না। আগামী দিনে প্রত্যেক কৃষককে লাগানোর পরামর্শ দিয়েছেন।
Suvojit Ghosh





