চুঁচুড়া কারবালা মোর শুভপল্লীর বাসিন্দা সুজয় ও তৃমা চন্দের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয় গত ১৫ ই মে। কারবালা নার্সিংহোম থেকে শনিবার তার ছুটি হয়। সেই থেকেই সাজ সাজ রব, ঢাক আর বাজনা বাজিয়ে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় তাকে। গাড়ি সাজানো হয় বেলুন,কার্টুনে। বাজনার তালে শিশুর পরিবার পরিজন প্রতিবেশিরা নাচতে নাচতে শোভাযাত্রায় সামিল। মিস্টি মুখ করানো হয় সবাইকে।
advertisement
আরও পড়ুনঃ বৌদ্ধ ধর্মাবলম্বী বেশ কিছু দুষ্প্রাপ্য পুঁথি সংরক্ষিত করা হবে বলাগর মহাবিদ্যালয়ের লাইব্রেরিতে
সুজয় বলেন, আমার প্রথম সন্তান মেয়ে, দ্বিতীয় সন্তানও মেয়ে তাই খুব খুশি। অনেক পরিবারে মেয়ে হলে আনন্দ থাকে না। ছেলে মেয়ে একই বরং মেয়েরা অনেক এগিয়ে আছে, সেটা বোঝে না অনেকে। প্রথম মেয়ের জন্মের সময় মেলা বসিয়েছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে ছেলে মেয়ের বিভেদ কেউ যেন না করেন।
আরও পড়ুনঃ রেলের জমি থেকে উচ্ছেদ! কীভাবে চলবে সংসার, ঝাঁটা হাতে প্রতিবাদ হকারদের
মানুষ করতে চাইলে ছেলে মেয়ে উভয়কেই করা যায়। দুই মেয়েকে পেয়ে খুব আনন্দিত মা তৃমা। পিসি প্রতিমা ঘোষ বলেন,মেয়ে হয়েছে বলেই খুব খুশি আমরা।এই উৎসবের কারন সবাই যাতে বোঝে আমরা মেয়ে হওয়ায় কতটা খুশি।ঘরে মেয়ে না থাকলে যেন পরিপূর্ণতা থাকে না।এখন সংসার সামলে সবদিক সামলায় মেয়েরা।
Rahi Halder