TRENDING:

এবার হুগলির উত্তরপাড়ায় পুলিশের জালে ভুয়া ডাক্তার, এলাকায় হইচই

Last Updated:

Fake doctor in uttarpara: বেশ কিছুদিন ধরেই নিজের চেম্বার খুলে বসেছিলেন ওই ভুয়া ডাক্তার। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তরপাড়া: পুলিশের হাতে ধরা পড়ল ভুয়া ডাক্তার। হুগলির উত্তরপাড়ার মাখলা অঞ্চলের ঘটনা। বেশ কিছুদিন ধরেই নিজের চেম্বার খুলে বসেছিলেন ওই ভুয়া ডাক্তার।
advertisement

স্থানীয় এক ব্যক্তি চিকিৎসা করাতে গেলে তাঁর মনে সন্দেহ জাগে। ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার সঠিক কিনা তা যাচাই করার জন্য মেডিকেল কাউন্সিলের আরটিআই করতেই পোল খুলে যায় ডাক্তারের।

ভুয়া  চিকিৎসকের নাম উদয়ন কুমার সিং। মঙ্গলবার সকালে উত্তরপাড়া থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বুধবার তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে পাঠানো হয় শ্রীরামপুর মহকুমা আদালতে।

advertisement

আরও পড়ুন- তেলের ট্যাঙ্কার পিষে দিল সাইকেল আরোহীকে, পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

View More

স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন যাবত উদয় কুমার সিং নামে ওই ব্যক্তি হোমিওপ্যাথি ডিগ্রী ব্যবহার করে ভুয়ো রেজিস্ট্রেশন নাম্বারে চেম্বার চালাচ্ছেন উত্তরপাড়ার মাখলা অঞ্চলে।

মাখলা অঞ্চলেরই বাসিন্দা বিশ্বজিৎ দে নামে এক ব্যক্তির সন্দেহ হওয়ায় ডাক্তার উদয় কুমার সিংয়ের ডিগ্রী এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিক কিনা জানার জন্য হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল-এ আরটিআই করেন তিনি। হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল আরটিআই এর জবাবে জানায় ডাক্তার উদয় কুমার সিংয়ের ডিগ্রী এবং রেজিস্ট্রেশন ভুয়া।

advertisement

তার পরই গোটা ঘটনা বিশ্বজিৎবাবু উত্তরপাড়া থানায় জানান। পুলিশ এফ আই আর দায়ের করে তদন্তে নেমে গ্রেপ্তার করে ভুয়া ডাক্তার উদয় কুমার সিংকে।

আজ তাঁকে শ্রীরামপুর আদালতে পাঠায় উত্তরপাড়া থানার পুলিশ।এই বিষয়ে স্থানীয় ব্যক্তি বিশ্বজিৎ দে জানান, তিনি সর্দি কাশি নিয়ে স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসালায় যান। সেখানে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে তাঁর মনে সন্দেহ জাগে। তখন তিনি ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার সঠিক কিনা জানার জন্য হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিলের আরটিআই করেন। তার পর তিনি জানতে পারেন ডাক্তার ভুয়া।

advertisement

আরও পড়ুন- Cooch Behar News: ঘরের ভেতরে ঝুলছে কী,সামনে যেতেই আঁতকে উঠলেন পরিবারের সকলে!

তিনি আরও জানান চিকিৎসকরা ভগবানের সমান। সেখানে যদি এরকম ভুয়া চিকিৎসক চলে আসে তা হলে রোগীদের প্রাণহানির মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
এবার হুগলির উত্তরপাড়ায় পুলিশের জালে ভুয়া ডাক্তার, এলাকায় হইচই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল