তেলের ট্যাঙ্কার পিষে দিল সাইকেল আরোহীকে, পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

Last Updated:

Road Accident: পথ দুর্ঘটনায় মৃত্যু, পুলিশ কিয়স্ক ভেঙে দিল উত্তেজিত জনতা। গ্রেফতার তিন ।

বর্ধমান পুলিশ স্টেশন
বর্ধমান পুলিশ স্টেশন
পূর্ব বর্ধমান: পথ দুর্ঘটনায় মঙ্গলবার মারা যান এক সাইকেল আরোহী। এরপরই উত্তেজিত জনতার ট্রাফিক পুলিশ কিয়স্কে ভাঙচুর চালায়। মারধর করা হয় এক ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারকে।
আহত ট্রাফিক পুলিশ কর্মীর নাম এ এস আই মুক্তিদাতা দাস, আহত সিভিক ভলেন্টিয়ারের নাম সোমনাথ ভট্টাচার্য। এই ঘটনার পরই তিনজনকে গ্ৰেফতার করা হল এদিন।
ধৃতরা শেখ এনামূল, শেখ নিয়ামূল, মূনাই সোরেন। ধৃতরা সকলেই বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও পুলিশ কিয়স্ক ভাঙচুর করার অপরাধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
advertisement
advertisement
বর্ধমান শহরে নবাবহাট মোরে মঙ্গলবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক সাইকেল আরোহীর। একটি তেলের ট্যাঙ্কারের চাকার নিচে চাপা পরে মৃত্যু হয় তার। সেই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ট্রাফিক পুলিশ কিয়স্কে ভাঙচুর সহ বেশ কয়েকটি মোটর বাইকও ভাঙচুর চালায়।
আরও পড়ুন- Accident: দাউদাউ করে জ্বলছে কয়লা বোঝাই গাড়ি, গাড়ির দরজা খুলতেই বেরিয়ে এল এ কী
মুহুত্যের মধ্যে গোটা এলাকা রনক্ষেত্রের আকার নেয়। ঘটনাস্থলে নামে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ও রেফ । ট্রাফিক পুলিশের কিয়স্ক ভাঙচুরের ঘটনায় তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ। তদন্তে নেমেই বর্ধমান থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে ওই দিন রাতেই।
advertisement
স্থানীয়দের অভিযোগ ছিল, সিভিক পুলিশ তোলাবাজি করছে প্রত্যেক গাড়ি আটকে ৫০০টাকা ১০০ টাকা করে নিচ্ছে। এদিন এই রকম সময় এই ঘটনা ঘটে। এর ফলে উত্তেজিত জনতা পুলিশদের মারধর করে।
ঘটনার পরই হাসপাতালে ভর্তি করা হয় আহত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারকে। স্থানীয়দের আরও অভিযোগ, প্রতিদিনই রাস্তায় পুলিশ তোলা তুলছে আর নজরদারির অভাবে পথদুর্ঘটনা ঘটছে।
advertisement
আরও পড়ুন- East Bardhaman News: পুকুর ভরাট করে চলছে নির্মাণ, পরিদর্শনে পৌরসভার চেয়ারম্যান
আহত সোমনাথ ভট্টাচার্য বলেন, দুর্ঘটনার খবরটি ঘটনাস্থলে পৌঁছন। তবে হঠাৎ করেই কোথা থেকে সকলে এসে হয়ে মারধর করতে শুরু করে। পুলিশ কিয়স্ক ভেঙে দেয়।এদিকে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
তেলের ট্যাঙ্কার পিষে দিল সাইকেল আরোহীকে, পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement