East Bardhaman News: পুকুর ভরাট করে চলছে নির্মাণ, পরিদর্শনে পৌরসভার চেয়ারম্যান
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ফের পুকুর ভরাট করে নির্মাণ করার অভিযোগ। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাতারাতি হচ্ছে পুকুর ভরাট।
#পূর্ব বর্ধমান: ফের পুকুর ভরাট করে নির্মাণ করার অভিযোগ । সরকারি নিয়মকে বুরো আঙুল দেখিয়ে রাতারাতি বর্ধমান পুরসভার অন্তর্ভুক্ত ৩৪ নম্বর ওয়ার্ডের রাধানগর পারা এলাকার পুকুর ভরাট করে নির্মাণ কাজ চালানোর অভিযোগ। আর সেই খবর গেল পৌরসভায়। এরপরই পৌরসভার চেয়ারম্যান সহ আধিকারিকরা পরিদর্শনে যান এলাকায় । আপাতত কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন তাঁরা। তবে পরে সার্ভে করা হবে বলেও জানা গিয়েছে।
জানা গিয়েছে, যেই যায়গাটিতে পুকুরটি অবস্থিত সেই জায়গাটি লালকুঠি রাধানগর পারা এলাকায় অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এই জায়গাটিতে একটি পুকুর ছিল যে পুকুরটি ভরাট করে দেওয়া হচ্ছে। অবিলম্বে এই কুকুর ভরাট বন্ধ করা হোক বলে দাবি তুলছেন তারা। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, যেই যায়গাটিতে পুকুরটি অবস্থিত সেই জায়গাটি লালকুঠি রাধানগর পারা এলাকায় অবস্থিত।
advertisement
advertisement
আরও পড়ুন: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই
অভিযোগ পাওয়ার পরই পৌরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে এলাকাটা পরিদর্শন করা হয়েছে। বর্ধমান থানার আই.সি ও পুরসভার সচিব সহ অন্যান্যরা ওই জায়গাটি পরিদর্শন করেন। যারা এই জায়গাটি ভরাট করেছে তারা স্বীকার করতে চাইনি কিছুই। এই জায়গাটি যাদের তারা বলছেন এটা পুকুর নয়, বাগান হিসেবে রেকর্ড আছে । ফলে তাদের সমস্ত কাগজপত্র দেখাতে বলা হয়েছে। এটা একবার জয়েন্ট সার্ভে করতে হবে। এরপরই সমস্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে আপাতত সমস্ত কাজই বন্ধ রাখা হয়েছে ।
advertisement
মালবিকা বিশ্বাস
Location :
First Published :
December 28, 2022 5:56 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: পুকুর ভরাট করে চলছে নির্মাণ, পরিদর্শনে পৌরসভার চেয়ারম্যান