Birbhum News: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই

Last Updated:

বিড়ালের মতো দেখতে অথচ সেটি বিড়াল কি না তা নিয়ে রয়েছে সংশয়। 

বিরল প্রাণী উদ্ধার
বিরল প্রাণী উদ্ধার
#বীরভূম: বিড়ালের মতো দেখতে অথচ সেটি বিড়াল কি না তা নিয়ে রয়েছে সংশয়। এমনই একটি আজব প্রাণীর দেখা মিলতেই মঙ্গলবার হইচই তৈরি হয় ইলামবাজার ব্লকে। মঙ্গলবার এমন আজব প্রাণীটি দেখা যায় ইলামবাজারের জয়দেব কেন্দুলীর বৈষ্ণব পাড়ায়। কেউ কেউ এই প্রাণীটিকে বিরল প্রজাতির বিড়াল বলছেন আবার কেউ অন্য কোনও জন্তু হতে পারে এমনই দাবি করছেন।
এলাকায় অপরিচিত এমন প্রাণীটিকে দেখে হইচই তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা খবর দেন জয়দেব পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে সেখানকার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই প্রাণীটিকে উদ্ধার করে ইলামবাজার বন দফতরের কর্মীদের হাতে তুলে দেন। তবে মঙ্গলবার রাত পর্যন্ত ওই প্রাণীটি ঠিক কী তা জানা যায়নি। এই বিষয়ে ইলামবাজার বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের তরফ থেকে জানানো হয়েছে, যে জায়গায় প্রাণীটি উদ্ধার হয়েছে সেখানে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় কেউ হয়তো তাকে আঘাত করে।
advertisement
আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সে চেপে দুঃসাহসিক চুরি, মেদিনীপুরে মারাত্মক কাণ্ড!
অথবা অন্য কোনও প্রাণীর আক্রমণে সে আহত হয়। এমন পরিস্থিতিতে ওই প্রাণীটির সনাক্তকরণের তুলনায় তার ক্ষত নিরাময়ের ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে। তবে এখনো পর্যন্ত বেশ কিছু ছবি দেখেও সঠিকভাবে তাকে শনাক্ত করা যায়নি। তবে এই প্রাণীটি মেছো বেড়াল হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অনেকেই তা গন্ধ গোকুল বললেও গন্ধ গোকুলের শরীর থেকে এক ধরনের গন্ধ বের হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: শীতের ঘন কুয়াশায় বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে, লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ!
কিন্তু এই প্রাণীর থেকে সেই রকম কোনও গন্ধ পাওয়া যায়নি। প্রাণীটির চিকিৎসা করার পর তাকে পুনর্বাসন দেওয়া হবে। এছাড়াও ওই প্রাণীটি কী তা সনাক্ত করা হবে এবং কোথা থেকে আসতে পারে তা খুঁজে বের করে সেই রকম অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করা হবে।
advertisement
মাধব দাস
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement