West Midnapore News: অ্যাম্বুল্যান্সে চেপে দুঃসাহসিক চুরি, মেদিনীপুরে মারাত্মক কাণ্ড!

Last Updated:

সাড়ে ৭ হাজার টাকা নগদ এবং সেন্টারের ভেতরে থাকা একটি টোটোর চারটি ব্যাটারি চুরি করে চম্পট দিল চোর।

+
অ্যাম্বুল্যান্সে

অ্যাম্বুল্যান্সে চেপে দুঃসাহসিক চুরি

#পশ্চিম মেদিনীপুর: এবার অ্যাম্বুলেন্সে করে চুরির অভিযোগ উঠল এক চালকের বিরূদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ মেদিনীপুর শহরের রবীন্দ্র নগর এলাকায়। জানা যায়, মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরের একটি প্যাথলজি সেন্টারে এই অভিনব চুরির ঘটনা ঘটেছে।
প্যাথলজি সেন্টারের মালিক মঈনুদ্দিন চৌধুরীর অভিযোগ, রবিবার রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ এক অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্সে নিয়ে এসে প্যাথলজি সেন্টারের সামনে দাঁড় করিয়ে লোহার রড জাতীয় কোন বস্তুর দ্বারা প্যাথলজি সেন্টারের তালা ভেঙে ভেতরে ঢুকে সেন্টারের ক্যাশ কাউন্টার থেকে প্রায় সাড়ে ৭ হাজার টাকা নগদ এবং সেন্টারের ভেতরে থাকা একটি টোটোর চারটি ব্যাটারি চুরি করে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে চম্পট দেয়।
advertisement
আরও পড়ুন: মঙ্গলবার হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? রাশি মিলিয়ে জানুন
সোমবার সকালে টোটো চালক বিষয়টি দেখতে পেয়ে প্যাথলজি সেন্টারের মালিককে ফোন করে বিষয়টি জানায়। এরপরই প্যাথলজি সেন্টারের মালিক তড়িঘড়ি নিজের প্যাথলজি সেন্টারে এসে সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ দেখেন। সেই ফুটেজে দেখা যায়, একটি অ্যাম্বুলেন্সে করে দু'জন এসে প্যাথলজি সেন্টারের তালা ভেঙে ভেতরে ঢোকে। তবে সেন্টারের ক্যাশ কাউন্টারে থাকা সিসিটিভি ক্যামেরাটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: আর ফসল নষ্ট নয়, এবার স্বনির্ভর হবেন কৃষকরা! কৃষকদের জন্য রয়েছে কেন্দ্রের সেরা ৬ প্রকল্প
ফলে সেখানে চুরির ছবি আসেনি। এরপর সেন্টারের ভেতরে থাকা টোটো টিকে বাইরে নিয়ে এসে টোটোর ব্যাটারি খুলে নিয়ে চম্পট দেয়। এরপরই মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার পর থেকে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক পলাতক বলে জানা গেছে। সোমবার সকাল থেকে অ্যাম্বুলেন্সটিকে আটকে রাখে স্থানীয় লোকেরা, পরে পুলিশের আশ্বাসে অ্যাম্বুলেন্সটিকে ছেড়ে দেওয়া হয়।
advertisement
পার্থ মুখোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: অ্যাম্বুল্যান্সে চেপে দুঃসাহসিক চুরি, মেদিনীপুরে মারাত্মক কাণ্ড!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement