TRENDING:

Hooghly News: নিম্নমানের সারেই বিঘার পর বিঘা জমিতে ফলন নেই আলুর, দিশেহারা কৃষক

Last Updated:

জানা যায় এলাকার বেশ কিছু চাষীর প্রায় ৩০-৪০ বিঘা জমিতে আলুর ফলন নেই। পুরো ঘটনা নিয়ে ব্যাপক দিশেহারা মধ্যে রয়েছে চাষীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ, হুগলি: বিঘার পর বিঘা জমিতে আলুর ফলন নেই।যার জেরে মাথায় হাত আলু চাষীদের। চাষীরা অভিযোগ করছেন সার কোম্পানির দিকে।হুগলি জেলার আরামবাগের মলয়পুর ২ নম্বর পঞ্চায়েতের পূর্ব কেশবপুর এলাকার ঘটনা চাষের সমস্ত নিয়ম মেনেও করলে আলুর ফলন খুব একটা হচ্ছে না।জানা যায় এলাকার বেশ কিছু চাষীর প্রায় ৩০-৪০ বিঘা জমিতে আলুর ফলন নেই। পুরো ঘটনা নিয়ে ব্যাপক দিশেহারা মধ্যে রয়েছে চাষীরা।
advertisement

এই বিষয়ে এক আলু চাষীরা জানান,সারের জন্যই আলুর ফলন নেই কারণ চাষের সময় আলুবীজ নিয়ম মেনে লাগানো হয়েছিল বলে জানিয়েছেন।তিনি বলেন পাশের একজন চাষী অন্য দোকান থেকে সার কিনেছিল কিন্তু তার আলু গাছ থেকে ফলন ভালো হবে বলেই যায় জানান।অভিযোগ করে বলেন সমবায় সমিতি থেকে সার নিয়েছিলাম যার কারণেই প্রায় আড়াই থেকে তিন বিঘা জমি ফলন হবে না বলেই জানিয়েছেন। অন্য এক চাষী জানিয়েছে এক কাঠা জমিতে এক বস্তাও আলু হবে না বলে জানান।আলুর ফলন না হলে আমরা বাঁচবো কি করে এবং ক্ষতির মুখে পড়বো।সারের কারণে এই ক্ষতিতে ভালো চাষীরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

advertisement

আরও পড়ুন: আমাদের দেশ থেকে কি আয়কর ব্যবস্থা বাতিল হয়ে যেতে পারে? কী জবাব দিল সরকার?

আরও পড়ুন: গ্রাহকদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করল এলআইসি! মিলবে ১১টি সুবিধা!

View More

অন্যদিকে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন,পূর্ব কেশবপুর সমবায় সমিতির মাধ্যমে বেশ কয়েকটি এলাকার চাষীকে এই প্রথমবার সার বিতরণ করা হয়েছে। চাষীদের কাছ থেকে যখন অভিযোগ পেলাম সঙ্গে সঙ্গে সার কোম্পানি এবং জেলার আধিকারিককে জানিয়েছি পুরো বিষয়টি দেখার জন্য। বিষয়টি নিয়ে চাষীদের সাথে কর্তৃপক্ষরা যোগাযোগ রাখবে বলে জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: নিম্নমানের সারেই বিঘার পর বিঘা জমিতে ফলন নেই আলুর, দিশেহারা কৃষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল