মঙ্গলবার সকালে হুগলির উত্তরপাড়ার ১২ নম্বর ওয়ার্ডে হঠাৎই একটি বিদ্যুতের তার পোস্ট থেকে রাস্তায় ছিঁড়ে পড়ে। যেখানে ঘটনাটি ঘটে সেখানে একাধিক স্কুল, বাজার, দোকান আছে। প্রতিদিন সকালে বহু মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা। এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী বলেন, কালী পুজোয় যেভাবে আতশবাজি ফাটে, ঠিক তেমন করে রাস্তার মধ্যে ইলেকট্রিকের তারে আগুন জ্বলছিল। জ্বলন্ত তার থেকে আগুন চারপাশে ছিটকে পড়ছিল। সেই আগুনেই পাশের একটি গাছ এবং লাইট পোস্টও দাউ দাউ করে জ্বলতে শুরু করে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গরমের জন্য বিদ্যুতের চাহিদা হঠাৎ অনেকটা বেড়ে গিয়েছে। আর সেই কারণেই শর্ট সার্কিট হয়ে তার ছিড়ে পড়ে আগুন ধরে যায় বলে দাবি করেছেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পর এলাকার বিদ্যুতের লাইন মেরামতির কারণে উত্তরপাড়ার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে এই তীব্র গরমে ভোগান্তি বাড়ে স্থানীয় বাসিন্দাদের।
রাহী হালদার





