ধারসা পেট্রোল পাম্প সংলগ্ন জি টি রোড থেকে কোন্নগর স্টেশন সংলগ্ন গোটা রাস্তাটির একাংশ পড়ে উত্তরপাড়া পৌরসভার আওতায় এবং বাকি অংশটি পড়ে কোন্নগর পৌরসভার আওতায়। স্থানীয়দের অভিযোগ, দুই পৌরসভারই উদাসীন মনোভাব রাস্তাটির সারাইয়ের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন:চুরি নাকি অন্য কিছু? চোরের কাণ্ড চমকে দেবে! মাথায় হাত দোকান মালিকের!
advertisement
স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা দিদিমনি জানান, প্রতিদিনই তার সেন্টারে বাচ্চাদের আসতে সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে বর্ষাকালে জল জমে থাকলে বাচ্চা এবং অভিভাবক উভয়ের পক্ষেই সেই রাস্তা দুঃসাধ্য হয়ে ওঠে। এমনকি তিনি নিজেও চলাফেরা করতে গিয়ে রাস্তার বেহাল অবস্থার জন্য বহুবার সমস্যায় পড়েছেন।
আরও পড়ুন:চালে পোকা, ভাতে দুর্গন্ধ! সেই খাবারই খাওয়ানো হচ্ছে অঙ্গনওয়াড়ির শিশুদের!
যদিও এই বিষয়টির কারণ জানান কোন্নগর পৌরসভার পৌর প্রধান স্বপন দাস। তিনি বলেন, জলপ্রকল্পের কাজ চলার দরুন রাস্তাগুলি খোঁড়া হয়। কিন্তু বর্তমানে পাইপের অত্যাধিক মূল্যবৃদ্ধির জন্য কাজ আটকে রয়েছে। জানান তিনি সাধারণ মানুষের কষ্টের প্রতি সহমর্মী কিন্তু উপরমহল থেকে এখনও সঠিক সিদ্ধান্ত এসে না পৌঁছানোর জন্য রাস্তাটি ওই অবস্থায় রয়েছে। তবে পূর্ব প্রধানের দাবি এই জল প্রকল্পটি সফল হলে আগামী পঞ্চাশ বছরের জলের সমস্যায় পড়তে হবে না কোন্নগর, উত্তরপাড়া, নবগ্রাম ,শ্রীরামপুরের বড় অংশের মানুষকে।
রাহী হালদার