Hooghly News : চালে পোকা, ভাতে দুর্গন্ধ! সেই খাবারই খাওয়ানো হচ্ছে অঙ্গনওয়াড়ির শিশুদের!
- Published by:Piya Banerjee
Last Updated:
Hooghly News : চালের পোকা ধুয়ে রান্না হচ্ছে! দুর্গন্ধ! সেই খাবার খাওয়ানো হচ্ছে শিশুদের! ভয়াবহ অভিযোগ উঠল হুগলিতে!
#হুগলি : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারের মান অত্যন্ত নিম্ন, চালের উপরে পোকা ঘুরে বেড়াচ্ছে। গন্ধ যুক্ত পোকা ধরা চাল দিয়েই রান্না করে খাওয়ানো হচ্ছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা শিশুদের। এই সমস্ত কেন্দ্র তৈরির মূল উদ্দেশ্য, শিশুদের পুষ্টিকর খাদ্যের যোগান দেওয়া ও তাদের পড়াশোনার মাধ্যমে স্কুল মুখি করে তোলা। কিন্তু হুগলির পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সম্পূর্ণ ভিন্ন রূপ।
স্থানীয় সূত্রে খবর, পোলবা থানার রাজহাট গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক স্কুলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই পোকা ধরা চাল রান্না করে খাওয়ানো হচ্ছে শিশুদের। কেন্দ্রের সহায়িকা রাস্তার কলে যখন রান্নার জন্য চাল ধুতে যান তখন গ্রামের এক বাসিন্দার নজরে আসে বিষয়টি। তিনি দেখতে পান চালের উপরে পোকা ঘুরে বেড়াচ্ছে। চালের রঙ সাদা থেকে কালো হয়ে গিয়েছে। দুর্গন্ধ বেরোচ্ছে চাল থেকে। পরে দেখা যায় ওই নিম্নমানের চাল ডাল দিয়েই খিচুড়ি রান্না করা হচ্ছে, বাচ্চাদের খাওয়ানোর জন্য।
advertisement
advertisement
গ্রামবাসী সঞ্জয় ঘোষের অভিযোগ,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি খুশি মত আসেন।পোকা ধরা চাল শিশুদের খাওয়ানো হচ্ছে বলে তার অভিযোগ।প্রশ্ন ওঠে, যদি এই খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয় তার দায় কে নেবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ফারহা সারিয়ামের দাবি,তার সহায়িকা ক্যান্সার আক্রান্ত। সহায়িকা শিশুদের খাবার রান্না করেন। তার নিজের পঞ্চায়েতে মান্থলি মিটিং থাকে। একার পক্ষে গোটা স্কুল সামলানো সম্ভব নয়।খাবারের মান খারাপ দেওয়া হয় না বলেও দাবি তার। তিনি বলেন,বর্ষাকাল চলছে সেইজন্য হয়তো চালে গন্ধ হতে পারে। সহায়িকার কাজ করা সুজাতা মাঝি বলেন,দিদিমণি বলেছেন খারাপ চালটা আগে রান্না করতে। তাই পোকা ধুয়ে রান্না করেছি। ভেবেছিলাম ধুলে পোকা চলে যাবে কিন্তু গন্ধটা গেলো না।
advertisement
রাহী হালদার
Location :
First Published :
August 16, 2022 8:52 PM IST