আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান, বালুরঘাট ইনডোর স্টেডিয়ামের পথচলা শুরু
হুগলির গোঘাটের বদনগঞ্জ এলাকার হস্তশিল্প বাজারের নাম আছে। একসময় এখানে বেতের তৈরি জিনিসের বেচাকেনা দুর্দান্ত হতো। কিন্তু বর্তমানে শিল্পীরা বেতের সামগ্রী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও তা বিক্রি হয় না। মানুষ এখন বেতের পরিবর্তে প্লাস্টিকের সস্তা-মজবুত জিনিস বা ফাইবারের দামি ও টেকসই একই ধরনের বহু বিকল্প পেয়ে গিয়েছে। কিন্তু বেতের সামগ্রীর চাহিদা একেবারে তলানিতে এসে ঠেকায় সংসার চলছে না এর সঙ্গে যুক্ত হস্তশিল্পীদের।
advertisement
বর্তমান পরিস্থিতিতে বেতের সামগ্রী তৈরীর সঙ্গে যুক্ত হস্তশিল্পীদের যেমন পরিস্থিতি শোচনীয় তেমনই অবলুপ্ত হয়ে যেতে বসেছে এক অনন্য শিল্পকলা। একসময় বেত দিয়ে অসামান্য সব শিল্পকলা ফুটিয়ে তুলতেন দক্ষ শিল্পীরা। কিন্তু আধুনিকতার হাত ধরে সেসব পুরোপুরি স্মৃতি হয়ে যেতে আর হয়ত কিছু সময়ের অপেক্ষা।
শুভজিৎ ঘোষ