Dakshin Dinajpur News: দীর্ঘ প্রতীক্ষার অবসান, বালুরঘাট ইনডোর স্টেডিয়ামের পথচলা শুরু
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বালুরঘাট ইনডোর স্টেডিয়ামে গ্রীষ্মকালীন ব্যাডমিন্টন কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এটাই দক্ষিণ দিনাজপুর জেলার প্রথম ও একমাত্র ইনডোর স্টেডিয়াম।
দক্ষিণ দিনাজপুর: পথ চলা শুরু হল বালুরঘাট ইনডোর স্টেডিয়ামের। শহরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। ব্যাডমিন্টন কোচিং ক্যাম্প দিয়ে এই ইনডোর স্টেডিয়ামের পথচলা শুরু হয়েছে।
আরও পড়ুন: কুয়োর ঘোলা জলই ভরসা টুরিপাড়ার
বালুরঘাট ইনডোর স্টেডিয়ামে গ্রীষ্মকালীন ব্যাডমিন্টন কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এটাই দক্ষিণ দিনাজপুর জেলার প্রথম ও একমাত্র ইনডোর স্টেডিয়াম। পথ চলা শুরুর দিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, সদর মহকুমাশাসক সুমন দাশগুপ্ত, বালুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক মিত্র, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক অমিতাভ ঘোষ সহ অন্যান্যরা।
advertisement
advertisement
এখানে আয়োজিত প্রথম ব্যাডমিন্টন কোচিং ক্যাম্পে খেলোয়াড়দের পাশাপাশি শহরের মানুষের ভিড় উপচে পড়ে।
ইনডোর স্টেডিয়াম না থাকায় এতদিন প্রতিভা থাকলেও ব্যাডমিন্টন, টেবল টেনিসের মত ইনডোর গেমগুলির সঠিক চর্চা করা সম্ভব হচ্ছিল না বালুরঘাট সহ গোটা জেলায়। এবার সেই সমস্যা দূর হবে বলে আশা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন বেসরকারি সংস্থাও এই ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করে প্রশিক্ষণ শিবির, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে পারবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 3:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: দীর্ঘ প্রতীক্ষার অবসান, বালুরঘাট ইনডোর স্টেডিয়ামের পথচলা শুরু








