Murshidabad News: কুয়োর ঘোলা জল‌ই ভরসা টুরিপাড়ার

Last Updated:

টিউব‌ওয়েলের পাশাপাশি এই এলাকার বেশিরভাগ কুয়ো শুকিয়ে গিয়েছে। যেগুলোয় জল আছে তাও এত তলায় যে সেখান থেকে জল তুললে কাদামাটি মিশ্রিত ঘোলা জল ওঠে। বাধ্য হয়ে সেই জল‌ই পান ও রান্নার কাজে ব্যবহার করছে গ্রামের মানুষ।

+
title=

মুর্শিদাবাদ: গরম পড়তেই জলস্তর নিচে নেমে গিয়েছে। ফলে টিউব‌ওয়েল থেকে জল বের হচ্ছে না। তাতে স্বাভাবিকভাবেই তীব্র হয়েছে জলকষ্ট। আর তাই একপ্রকার বাধ্য হয়ে কুয়োর ঘোলা জল পান করছেন ফরাক্কার টুরিপাড়া গ্রামের মানুষ। এই এলাকার বেশিরভাগ গ্রামেই একই ছবি।
প্রতি বছর গ্রীষ্মকাল এলেই মুর্শিদাবাদের ফরাক্কার বাহাদুরপুর পঞ্চায়েতের টুরিপাড়া, বাগদাপাড়া, সোনাজুড়ির মত গ্রামগুলোতে তীব্র আকার ধারণ করে পানীয় জলের সঙ্কট। টিউব‌ওয়েলের পাশাপাশি এই এলাকার বেশিরভাগ কুয়ো শুকিয়ে গিয়েছে। যেগুলোয় জল আছে তাও এত তলায় যে সেখান থেকে জল তুললে কাদামাটি মিশ্রিত ঘোলা জল ওঠে। বাধ্য হয়ে সেই জল‌ই পান ও রান্নার কাজে ব্যবহার করছে গ্রামের মানুষ। ওই এলাকায় প্রায় কয়েক হাজার পরিবার বসবাস করে। সকলেই এই দুর্বিষহ অবস্থার মধ্যে বসবাস করছেন।
advertisement
advertisement
কুয়োর ঘোলা জল পান করলে শরীর খারাপ হতে পারে তা জানেন গ্রামবাসীরা। কিন্তু অন্য কোনও উপায় না থাকায় তাঁরা ওই জলেই পান করতে বাধ্য হচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, এলাকায় আর্সনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা করা হোক। অভিযোগ, প্রশাসন সেই দাবিতে কর্ণপাত করেনি। আর এখন তো কুয়োর ঘোলা জল খেয়েই দিন কাটছে তাঁদের।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কুয়োর ঘোলা জল‌ই ভরসা টুরিপাড়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement