হল্ট স্টেশনের দাবির বিষয়ে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই যেভাবে তিনি আরামবাগবাসীর জন্য রেল যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে। তবে হল্ট স্টেশনটি হলে বিস্তীর্ণ এলাকার মানুষ অনেকটা উপকৃত হবে।
আরও পড়ুন: দেশের সেরা নারী বান্ধব পঞ্চায়েতের স্বীকৃতি এল সুন্দরবনে
স্থানীয়দের দাবি অফিসে যাওয়া, পড়ুয়ার স্কুল কলেজে যাওয়া এবং ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াতের স্বার্থে বুলন্ডি এলাকায় হল্ট স্টেশন তৈরি করা হোক। ট্রেনের হকাররাও এই হল্ট স্টেশন চাইছেন। নাহলে আরামবাগ পৌঁছতে তাঁদের অত্যন্ত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এই অবস্থায় রেলমন্ত্রক কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 1:09 PM IST