হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
সেরা নারী বান্ধব পঞ্চায়েতের স্বীকৃতি পেল কে?

North 24 Parganas News: দেশের সেরা নারী বান্ধব পঞ্চায়েতের স্বীকৃতি এল সুন্দরবনে

X
title=

যুগ্মভাবে সেরা নারী বান্ধব পঞ্চায়েত হল সন্দেশখালি-১ ব্লকের কালীনগর পঞ্চায়েত

  • Share this:

উত্তর ২৪ পরগনা: নারীবান্ধব পঞ্চায়েত হিসেবে স্বীকৃতি পেল বসিরহাটের কালীনগর পঞ্চায়েত। নারী পাচার রোধ, মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থানের পাশাপাশি বাল্য বিবাহ বন্ধে সচেতনতা বাড়ানো-সহ নারী কল্যাণ দফতরের বিভিন্ন কাজের সঠিক রূপায়ণের জন্য ভারত সরকারের পঞ্চায়েতিরাজ মন্ত্রকের তরফে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। যুগ্মভাবে রাজ্যের সেরা নারী বান্ধব পঞ্চায়েত হয়েছে সন্দেশখালি-১ ব্লকের কালীনগর পঞ্চায়েত।

সূত্রের খবর, বছর কয়েক আগে নারী ও শিশুদের নিয়ে বিশেষ ভাবনাচিন্তা শুরু হয়। ব্লক প্রশাসনের সহযোগিতায় নারী সুরক্ষা নিশ্চিত করতে এলাকার মেয়েদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়। তাদের কাজ হল নারী সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধ, নারী পাচার রোধের পাশাপাশি মেয়েদের কর্মসংস্থান গড়ে তোলা। গত কয়েক মাস আগেই কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল পঞ্চায়েতের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। গ্রামের মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা, কর্মসংস্থান, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী, নারী পাচার রোধ, বাল্যবিবাহ রোধ সহ একাধিক বিষয়ে তথ্য ও ছবি সংগ্রহ করেন তাঁরা।

আরও পড়ুন: বাঁকুড়া থেকে বর্ধমানে চলে যাওয়া দাঁতালকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করা হল, ছাড়া হবে ঝাড়গ্রামের জঙ্গলে

সে সমস্ত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক এই বিশেষ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়। ভুবনেশ্বরে দেশের বিভিন্ন পঞ্চায়েতকে নিয়ে তিনদিনের কর্মশালা আয়োজন করে পঞ্চায়েত মন্ত্রক। সেখানেই নারী বন্ধব পঞ্চায়েত হিসেবে কালীনগর পঞ্চায়েতের নাম চূড়ান্তভাবে মনোনীত হয়। সুন্দরবনের এই পঞ্চায়েতটির স্বীকৃতি নারী সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাকিদের পথ দেখাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

জুলফিকার মোল্লা

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Basirhat, North 24 Parganas news, Panchayat