তারকেশ্বর দশঘড়া জাতীয় সড়কের প্রায় ১২ কিলোমিটার রাস্তা এই একই হাল। রাস্তা সম্প্রসারণ হয়েছে কিন্তু সরানো হয়নি বিদ্যুতের খুটি। প্রতি একশো মিটার অন্তর অন্তর রয়েছে এই রকমই বৈদ্যুতিক খুঁটি। দিনের বেলায় আলো থাকার দরুন সে খুঁটি দেখা গেল রাতের বেলায় গোটা রাস্তা জুড়ে কোন আলো নেই। অন্ধকারে মানুষরা বুঝতে না পেরে প্রায়শই ধাক্কা মারছেন লাইট পোস্টগুলিতে। যার ফলে হিতে বিপরীত হচ্ছে নিত্যযাত্রীদের।
advertisement
আরও পড়ুনঃ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রাপ্ত টাকার কম দেওয়ার অভিযোগ!
অনেকেই মনে করছেন এই লাইট পোস্টগুলি যদি দ্রুত সরানোর ব্যবস্থা না হয় তাহলে আগামীতে আরও দুর্ঘটনার সংখ্যা বাড়বে। স্থানীয় এক বাইক আরোহী জানান, মাসখানেক আগেই তার চোখের সামনে লাইট পোস্টে ধাক্কা লেগেছিল আরেক বাইক আরোহীর। সমস্যারও বেশি হয় যখন রাতের বেলায় বড় গাড়ি রাস্তা দিয়ে চলাচল করে। লরিতে সাইড কাটিয়ে বেরোতে গিয়েই ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে ছিলেন এক যুবক। ঘটনায় তার প্রাণহানি হয়। এইরকমই একাধিক দুর্ঘটনা প্রায়সই ঘটে চলেছে ওই রাস্তায়।
Rahi Haldar