কিন্তু পরিবারের লোকেরা দেখে বুঝতে পারেন ওগুলি বোমা। বিপদ হতে পারে ভেবে সেগুলি জলে ছুড়ে দেন। তারপর তাঁরা বাগানে গিয়ে দেখেন, সেখানে এক ড্রামভর্তি বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন খানাকুল থানায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: কুকুরকে ধর্ষণ প্রৌঢ়র! দিনের পর দিন সারমেয় হেনস্থার ঘটনা, পদক্ষেপ যুবক দলের
advertisement
আরও পড়ুন: বহরমপুর হোম থেকে হঠাৎই ১১ ছাত্র নিখোঁজ, স্কুলে পড়াশোনা করতে গিয়ে এ কী কাণ্ড!
স্থানীয় বাসিন্দারা জানান, সাত সকালেই উদ্ধার হয়েছে বোমা। জানতে পারেন, ছোট ছোট বাচ্চারা আম কুড়াতে গিয়ে নাকি দেখতে পায় ড্রামভর্তি বোমা। কীভাবে বিপুল পরিমাণে বোমা রাখা হল, তা নিয়ে রহস্য বেঁধেছে গোটা এলাকায়।
পুরো ঘটনাযর খবর যায় খানাকুল থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোমা উদ্ধার করে এবং মাটিতে পুঁতে রাখা ওই বোমগুলি থানায় নিয়ে যায়। কীভাবে বোমা এলাকায় এল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Suvojit Ghosh