আরও পড়ুন: রোদে বাইরে বেরোলেই বিনামূল্যে পাবেন লস্যি! শুধু যেতে হবে এই জায়গায়
মর্মান্তিক এই ঘটনাটি হুগলির গোঘাট-২ ব্লকের গোঠাই গ্রামের। মৃত সুরজিতের বাড়ি আনুর এলাকায়। জানা গিয়েছে, বুধবার সকালেই সে গোঠাই গ্রামে দিদির বাড়িতে ঘুরতে আসে। বেলা হলে ভাগ্নে অঙ্কিতকে নিয়ে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায়। সেখানেই কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় দু’জনে। দুই শিশু দীর্ঘক্ষণ না ফেরায় পরিবারের সদস্যদের টনক নড়ে। এরপর প্রতিবেশীদের নিয়ে পুকুর তোলপাড় করে তাদের সন্ধান শুরু হয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর তড়িঘড়ি তাদের আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা সুরজিৎকে মৃত বলে ঘোষণা করেন। অঙ্কিতের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনায় ভাষা হারিয়েছেন পরিবারের সদস্যরা। শোকে মুহ্যমান প্রতিবেশীরাও।
advertisement
উল্লেখ্য, বছরখানেক আগে হরিণখোলার মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল পাঁচ শিশু। সেই ঘটনার স্মৃতি এখনও আরামবাগ মহকুমাজুড়ে দগদগে হয়ে আছে মানুষের মনে। তারই মধ্যে এদিন আবার আরামবাগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।
শুভজিৎ ঘোষ