তদন্তকারী সংস্থা সূত্রের খবর, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখার জন্যই এদিন অভিযান চালিয়েছে সিবিআই। ইতিমধ্যেই হালিশহর, টিটাগড়, নিউ ব্যারাকপুর, শান্তিপুর এবং দক্ষিণ দমদম পুরসভায় হানা দিয়েছেন সিবিআই আধিকারিকেরা৷ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই ইডি-র হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের হুগলির ফ্ল্যাটে যায় সিবিআইয়ের একটি দল। সকাল ১oটা নাগাদ চুঁচুড়ার জগুদাসপাড়ায় অয়নের ফ্ল্যাটে ঢোকে আরও একটি দল।
advertisement
আরও দেখুন: ফিরহাদ হাকিমের নগরায়ণ ভবনে সকাল সকাল হাজির CBI, কী হল তারপর? তুঙ্গে জল্পনা
বুধবার চার পাঁচ জনের সিবিআই আধিকারিকের একটি দল অয়ন শীলের ফ্ল্যাটে যায়। তার পাশাপাশি অয়ন শীলের পৈতৃক বাড়ি যেখানে অয়নের বাবা-মা থাকেন, সেখানেও যায় সিবিআই।
চুঁচুড়ার এই জগুদাস পাড়ার এবিএস টাওয়ারে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়ে অয়ন শীলের নাম পেয়েছিল ইডি। শিক্ষক নিয়োগ কাণ্ডের তল্লাশির সময় অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে পুরসভা নিয়োগের নথিও পাওয়া যায় বলে অভিযোগ। গত ১৯ মার্চ অয়ন শীলকে নিয়োগ দুর্নীতি মামলা গ্রেফতার করে ইডি। তারপরে ইডির পাওয়া তথ্যের ভিত্তিতে, আদালতের নির্দেশে পুরসভায় নিয়োগ নিয়ে তদন্ত শুরু করে সিবিআই।
আরও দেখুন: পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিক পুরসভায় CBI হানা! নগরোন্নয়ন দফতরেও ঢুকল সিবিআই
দীর্ঘ প্রায় ৫ ঘণ্টার তল্লাশির পরে এদিন বেশ কিছু সাদা কাগজে মোড়া নথি নিয়ে অয়ন শীলের ফ্ল্যাট থেকে বের হন সিবিআই আধিকারিকেরা। জানা গেছে, সিবিআই অয়ন শীলের ফ্ল্যাট ও বাড়িতে তল্লাশি করতে আসার আগে চুঁচুড়া থানায় জানিয়েছিল, যে তারা আজ তল্লাশি করবে।
রাহী হালদার