বুধবার রাতে রাজহাটির দিক থেকে একটি প্রাইভেট কার আসছিল। আর ঠিক উল্টো দিক থেকে বাইকে করে যাচ্ছিলেন শেখ ইব্রাহিম ও তাঁর বাবা শেখ আকবর। বাইক চালাচ্ছিলেন শেখ ইব্রাহিম। হুগলির খানাকুলের পোল-২ গ্রাম পঞ্চায়েতের বেহুলা বাস স্ট্যান্ড এলাকায় ওই প্রাইভেট কারের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ ইব্রাহিমের। গুরুতর জখম হন তাঁর বাবা। তাঁদের বাড়ি খানাকুলের সেনপুর গ্রামে।
advertisement
আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র আয়ের উৎস কী? বাকিবুর-‘কানেকশনে’ চাঞ্চল্যকর দাবি ইডির
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুখোমুখি সংঘর্ষের পর ওই চারচাকা গাড়ি এবং বাইকটি খালে পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। সকলকে উদ্ধার করে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা শেখ ইব্রাহিমকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেখ আকবরকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলের বাইকে চড়ে শেখ আকবর একটি দরকারে বেরিয়েছিলেন। কিন্তু হঠাৎই তাঁরা খবর পান বাইক দুর্ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে এসে জানতে পারেন ছেলে মারা গিয়েছে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানা। বাইকটির পাশাপাশি প্রাইভেট কারটি খাল থেকে তুলে তারা থানায় নিয়ে গিয়েছে।
শুভজিৎ ঘোষ