তাদের অভিযোগ এলাকায় প্রায় ২০০০ মানুষের বসবাস, চাকরিজীবী থেকে শুরু করে স্কুল পড়ুয়া এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করে , তারপরেও নেই কোন নিকাশি ব্যবস্থা এই জল পেরিয়েই নিত্য যাতায়াত করতে হয় তাদের। পঞ্চায়েত ভোটের আগে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা । এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, ভোটের আগে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তারপর থেকে তাদের দেখা পর্যন্ত মেলেনি রাস্তা তো দূরে থাক।
advertisement
আরও পড়ুনঃ নিলামে উঠছে ডানলপ ফ্যাক্টরি! মিটবে শ্রমিকদের বকেয়া পাওনা
সেই এলাকারই বাসিন্দা গৌড় কোলে জানান এখানে নেতারা রাস্তায় লাইট লাগাতে ব্যস্ত কিন্তু রাস্তার যে এই অবস্থা তা নিয়ে কারোর মাথাব্যথা নেই, রাস্তা না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব। অপরদিকে বিঘটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক পাখীরা বলেন, ওই রাস্তাটি প্রায় আড়াই কিলোমিটার লম্বা এবং এবং সেই রাস্তায় মেরামতির জন্য প্রায় দেড় কোটি টাকা তাই গ্রাম পঞ্চায়েতের থেকে সেই রাস্তা মেরামতির কাজ সম্ভব নয় । তিনি কে এম ডিএ কে জানিয়েছি এবং আমাদের পক্ষ থেকে যতটা করার আমরা করছি । এর পরবর্তীতে কেএমডির মুখে বসে থাকা ছাড়া আর কোন উপায় নেই।
Rahi Haldar