Hooghly News: নিলামে উঠছে ডানলপ ফ্যাক্টরি! মিটবে শ্রমিকদের বকেয়া পাওনা

Last Updated:

গাড়ির টায়ার শিল্পের অন্যতম নামি কোম্পানির নাম ডানলপ। সেই ডানলপ কারখানার বর্তমান অবস্থা ভগ্নস্তূপ। কিছুদিনের মধ্যেই নিলাম হচ্ছে ডানলপ কারখানার কিছু অংশ। সেই টাকা দিয়েই মিটবে শ্রমিকদের বকেয়া টাকা।

+
title=

#হুগলি : গাড়ির টায়ার শিল্পের অন্যতম নামি কোম্পানির নাম ডানলপ। সেই ডানলপ কারখানার বর্তমান অবস্থা ভগ্নস্তূপ। কিছুদিনের মধ্যেই নিলাম হচ্ছে ডানলপ কারখানার কিছু অংশ। সেই টাকা দিয়েই মিটবে শ্রমিকদের বকেয়া টাকা। এমনটাই রায় দিয়েছে মহামান্য আদালত। সেই অনুযায়ী চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হয়েছে শ্রমিকদের কাগজপত্র জমা নেওয়ার কাজ। ২০১৩ সালের ৩১ জানুয়ারি বিচারক সঞ্জিব ব্যানার্জীর তত্বাবধানে লিকুইডেটর অধিগ্রহণ করে ডানলপ কারখানা।
বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলার পর ২০১৭ সালে অধিগৃহীত ডানলপ কারখানার গেটের দেওয়ালে ঝোলানো হয় লিকুইডেটরের নোটিস। আদালতের পক্ষ থেকে জানানো হয় লিকুইডেটরের সংস্থা হুগলির সাহাগঞ্জের ডানলপ এবং তামিলনাড়ুতে অবস্থিত অম্বাত্তুরের ডানলপ কারখানার স্থাবর অস্থাবর বিক্রি করে শ্রমিকদের পাওনা গন্ডা মেটাবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ডানলপের কারখানাটির মূল্য কত তা পরিমাপ করে জানা যায় ৩০০ কোটি টাকার কিছু বেশি মূল্য হুগলীর সাহাগঞ্জ কারখানার।
advertisement
আরও পড়ুনঃ স্বাস্থ্যকেন্দ্রে মেলে না চিকিৎসা! বরং চলে নেশার আড্ডা
লিকুইডেটরদের পক্ষ থেকে কাগজে বিজ্ঞাপন দিয়ে শ্রমিকদের কি পাওনা গন্ডা আছে সেই কাগজও জমা দিতে বলা হয়। ডানলপ কারখানার সইআইটিইউ সহ আরও ২টি স্বীকৃত ইউনিয়নের পক্ষ থেকেও এই কাগজ জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই মর্মে ডানলপ কারখানার কর্মরত ১৪১৫ জন শ্রমিকের পিএফ বাদে বকেয়া মূল্য নির্ধারিত হয় ১৯ কোটি ৪০ লক্ষ ৫০ হাজার টাকা। ইতি মধ্যেই জানা যায় নিলাম পক্রিয়ার মধ্যে থাকা ডানলপ কারখানা তাদের লোগো বিক্রি করে দিয়েছে রেলসন টায়ার কে। যা নিয়ে শ্রমিক মহল্লা তে বিভিন্ন রকম আলোচনা শুরু হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ
সাহাগঞ্জ ডানলপ কারখানার শ্রমিকরা জানান কারখানার অধিকাংশ যন্ত্র পাতি চোরাই পথে বিক্রি হয়ে গেছে।নষ্ট হয়েছে বহু সম্পত্তি। ৫৬ একর জমিতে থাকা কারখানার কিছু অংশ এখন বিক্রি হবে। আমরা চাই সরকার আমাদের পাওনা গন্ডা মিটিয়ে দিক। ডানলপ কোয়াটারে থাকা এক শ্রমিক দীপক সিংহ বলেন, আগেই ভালো ছিলাম। এখন তো না মরে বেঁচে আছি, শুনেছি কারখানা নিলাম হবে । শ্রমিক রা তাদের পাওনা গন্ডা পাবে। আমরা এখনও চাই শিল্পের জমিতে শিল্প হোক। আমাদের ঘরের ছেলে মেয়েরাও যেন কিছু করে খেতে পারে।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: নিলামে উঠছে ডানলপ ফ্যাক্টরি! মিটবে শ্রমিকদের বকেয়া পাওনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement