ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের প্রস্তুতকারক সংস্থার ডিরেক্টর জানান, বিশ্বের মধ্যে সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং চালু হয়েছে ব্যান্ডেলে। এর আগে ছিল খড়গপুর স্টেশন যেখানে ৮০০টি ট্রেন একসঙ্গে কন্ট্রোল করা যেত। এবার ব্যান্ডেলের ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম একসঙ্গে ১০০২ টি ট্রেনকে একসঙ্গে পরিচালনা করতে পারবে। এত বড় ইন্টারলকিং সিস্টেম তৈরি করার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম দেওয়া হয়েছে ব্যান্ডেল স্টেশনের।
advertisement
অতীতে ব্যান্ডেল স্টেশনের ব্যবহার করা হতো ব্রিটিশ ইন্টারলকিং সিস্টেম। বর্তমানে অত্যাধুনিক জার্মান প্রযুক্তিতে তৈরি ইলেকট্রনিক ইন্টারলকিং নতুন দিশা দেখাতে চলেছে রেল পরিষেবার। নতুন ইন্টারলকিং সিস্টেমটি চালু হওয়ার সঙ্গে ব্যান্ডেল স্টেশনের বেশ কিছু পরিবর্তন ঘটেছে। ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্ম গুলির নম্বর বদলে দেওয়া হয়েছে। ১এ, ১বি, ১,২,৩,৪, ও ৫ নম্বর প্ল্যাটফর্ম- এর নম্বর পরিবর্তন করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে ১বি প্ল্যাটফর্ম হবে ১ নম্বর প্ল্যাটফর্ম। ১এ হবে ২ নম্বর প্ল্যাটফর্ম। ১নম্বর হবে ৩ নম্বর। এবং ২,৩,৪,৫ হবে যথাক্রমে ৪,৫,৬, ও ৭ নম্বর প্ল্যাটফর্ম।
Rahi Haldar