TRENDING:

Cycle trip to Kedarnath- বাই-সাইকেলে চেপেই কেদারনাথ যাত্রা! অবাক হচ্ছেন? দেখুন..

Last Updated:

অপু জানায়, সে প্রতিদিন ৯০ থেকে ১০০ কিলোমিটার সাইকেল চালাবে। এইভাবে ১৬ দিনের মাথায় সে কেদারনাথ পৌঁছবে বলে স্থির করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: স্বপ্ন ছিল কেদারনাথ ভ্রমণের। কিন্তু অর্থাভাবে তা পূরণ হয়ে উঠছিল না। তাই এবার নিজের স্বপ্নকে পূরণ করতে বাই-সাইকেল নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন উলুবেড়িয়ার বছর কুড়ির অহেন্দ্র মাঝি ওরফে অপু।
advertisement

সোমবার সকালে উলুবেড়িয়ার নিজের বাড়ি থেকে যাত্রা শুরু করে বিকেলবেলা এসে পৌঁছায় আরামবাগে। সেখানে স্থানীয় একটি রাইডার্স ক্লাব তাকে যাত্রার জন্য বেশ কিছু সামগ্রী তুলে দেয়। হাওড়া থেকে কেদারনাথ, ১৬০০ কিলোমিটার রাস্তা। এত দূরের রাস্তায় তার সঙ্গে রয়েছে কেবল দুটি ব্যাগ, তাতে রাখা কিছু জামাকাপড়। তার পকেটে রয়েছে মাত্র নগদ দুই হাজার টাকা। অপু যে সাইকেলটি নিয়ে রওনা দিয়েছে, সেই সাইকেলটিও তার নিজের নয়, সেটিও তাকে তার বন্ধু দিয়েছে। অপু জানায়, সে প্রতিদিন ৯০ থেকে ১০০ কিলোমিটার সাইকেল চালাবে। এইভাবে ১৬ দিনের মাথায় সে কেদারনাথ পৌঁছবে বলে স্থির করেছে।

advertisement

আরও পড়ুন- 'হেরিটেজ'-এর তালিকায় রাজা রামমোহন রায়ের জন্মস্থান, সিদ্ধান্ত রাজ্য সরকারের

অপু হাওড়া উলুবেরিয়া বাসিন্দা। ছোটবেলা থেকেই পাঁচলায় মামার বাড়িতে মানুষ সে। বাড়িতে তার মা-বাবা, ভাই ও বোন রয়েছে। বাবা পেশায় মৎস্যজীবী। বাড়ি থেকে একপ্রকার না জানিয়েই বেরিয়েছে সে। যদি বাড়িতে জানাত তাহলে হয়তো তার স্বপ্ন পূরণ হতনা। পাড়ার স্থানীয় ক্লাব তাকে সবরকম ভাবে সাহায্য করেছে তার কেদারনাথ যাওয়ার জন্য।

advertisement

View More

আরও পড়ুন- পায়ে হেঁটে লাদাখ ভ্রমণ! কেমন অভিজ্ঞতা সিঙ্গুরের মিলন মাঝির?

সোমবার বিকেলে অপু যখন আরামবাগ এসে পৌঁছয় তখন সেখানে আরামবাগ রাইডার্স ক্লাবের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা দেওয়া হয়। এবং তার যাত্রাপথের বেশকছু প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়া হয় তার হাতে। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে একটি হাতের গ্লাভস উপহার দেওয়া হয় অপুকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Cycle trip to Kedarnath- বাই-সাইকেলে চেপেই কেদারনাথ যাত্রা! অবাক হচ্ছেন? দেখুন..
Open in App
হোম
খবর
ফটো
লোকাল