#হুগলি: রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্ম বর্ষপূর্তিতে, হুগলির খানাকুলে অবস্থিত তাঁর জন্মস্থান ও তাঁর বাড়িটিকে, রাজ্য হেরিটেজ কমিশনের তরফ থেকে 'হেরিটেজ সাইট' হিসেবে ঘোষণা করা হলো।
রবিবার নবজাগরণের কান্ডারীর ২৫০ তম জন্ম বর্ষপূর্তিতে, রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন ভট্টাচার্য, হেরিটেজ সাইটের ফলকটির উন্মোচন করেন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের তরফ থেকে দুটি ঐতিহ্যের স্বীকৃতি প্রদান করা হয়। একটি হল, রাজা রামমোহন রায়ের রাধানগরের জন্মভিটে, যেটি ১৯১৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নকশায় তৈরি করা হয়। তার বর্তমান নাম 'রামমোহন মেমোরিয়াল হল'। এবং অন্যটি তাঁর রঘুনাথপুরের বাড়িটি।
আরও পড়ুন- পায়ে হেঁটে লাদাখ ভ্রমণ! কেমন অভিজ্ঞতা সিঙ্গুরের মিলন মাঝির?
খানাকুলের স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, রাজা রামমোহন রায়ের বাড়িটি যাতে হেরিটেজ সাইট ঘোষণা করা হয় এবং তার রক্ষণাবেক্ষণ করা হয়। তাদের দীর্ঘদিনের লড়াই অবশেষে সফল হল।
আরও পড়ুন- জাতীয় দাবা প্রতিযোগিতায় বাজিমাত মৃত্তিকার! তার সাফল্যে গর্বিত হুগলিবাসী
রাজা রামমোহন রায় ছিলেন নবজাগরণের প্রতীক। তিনি হিন্দুদের সতীদাহ, বাল্য বিবাহ প্রথার মতো একাধিক ধর্মীয় অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করেন। কিন্তু তাঁর জন্মভিটে খানাকুলের বাড়িটি দীর্ঘকাল রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দিকে এগোচ্ছিল। অবশেষে রাজ্য সরকারের তত্ত্বাবধানে হেরিটেজ সাইট হবার পর আপ্লুত সেখানকার স্থানীয় বাসিন্দারা।
এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন হুগলির জেলাশাসক পি দিপাপ্রিয়া, জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, সাংসদ অপরূপা পোদ্দার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে এদিন সকালে খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মস্থানে সুসজ্জিত একটি পদযাত্রা আয়োজন হয়। তাঁর মূর্তিতে গার্ড অব অনার প্রদান করা হয়।
এদিন ফলক উন্মোচন করে রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন ভট্টাচার্য জানান, "দেরি হলেও আজকে যে স্মারক রাখতে পেরেছি তাতে আমরা গর্বিত। এগুলি রক্ষণাবেক্ষণের বাজেট বা পদ্ধতিগতভাবে সংরক্ষণের চেষ্টা করা হবে।" তিনি আরো জানান, পাঠাগার সহ নানাবিধ উন্নয়নের চেষ্টাও করবে রাজ্য সরকার। তিনি আশ্বাস দেন, নবজাগরণের জনক রাজা রামমোহন রায়ের জন্মদিন যাতে সরকারি ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়, তা নিয়েও মুখ্যমন্ত্রীকে তিনি জানাবেন।
Rahi Haldarনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birth anniversary, Heritage, Hooghly, Raja Rammohan Roy