Hooghly News- পায়ে হেঁটে লাদাখ ভ্রমণ! কেমন অভিজ্ঞতা সিঙ্গুরের মিলন মাঝির?

Last Updated:

বাইক কেনার সামর্থ্য হয়নি, তাই পায়ে হেঁটেই লাদাখ ঘুরে এলেন সিঙ্গুরের বাসিন্দা মিলন মাঝি

+
বাড়ি

বাড়ি ফিরল মিলন

#হুগলি: গত ২২ শে ফেব্রুয়ারি হাওড়া ব্রিজ থেকে পায়ে হেঁটে ৮৩ দিনের মাথায়, লাদাখের খারদুংলা পাসে পৌঁছেছিলেন মিলন মাঝি। কাশ্মীরের লাদাখ অঞ্চলে ১৮,৩৮০ ফুট উচ্চতায় অবস্থিত এই খারদুংলা পাসটি পৃথিবীর উচ্চতম। প্রায় ২৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে সেখানে উঠে ভারতের জাতীয় পতাকা ওড়ালেন মিলন।
রবিবার গ্রামের ছেলে বাড়িতে ফিরতেই গ্রামবাসীরা মিলন মাঝিকে নিয়ে ব্যান্ড বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে কামারকুন্ডু স্টেশন থেকে বাড়িতে নিয়ে আসে। হারিপালের বিধায়ক করবী মান্না মিলনের সাথে পায়ে হেঁটে আসেন তাঁর বাড়িতে। পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান বিধায়ক।
advertisement
advertisement
মিলন জানান, "প্রকৃতি আমার কাছে খুব প্রিয়। ছোট বেলা থেকে ইচ্ছা পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো। কলকাতার অনেক প্রকৃতি প্রেমী আছে যারা সাইকেলে, মোটর বাইকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তাদের দেখে উৎসাহিত হয়ে বাইক ছাড়াই পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বার্তা একটাই, পরিবেশকে বাঁচাতে গাছ লাগানো ছাড়া আর কোনো বিকল্প নেই।"
advertisement
বাড়ি ফিরে মিলন আরও জানান, "স্বপ্ন পূরণের জন্য যেখানে যেখানে গিয়েছি, সব জায়গা থেকে সমস্ত মানুষের সাহায্য পেয়েছি। রাত কাটানোর জন্য মন্দির, মসজিদ, গির্জা ও পেট্রোল পাম্প সহ সব জায়গাতেই থাকতে হয়েছে। হাওড়া থেকে ঝাড়খন্ড, বিহার, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, হরিয়ানা ও হিমাচল হয়ে লাদাখ পৌঁছতে দিনে ৩০ থেকে ৪৫ কিমি হেঁটেছি। যাত্রা পথে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। থাকার জায়গা থেকে খাওয়া দাওয়ার কোনো অভাব হয়নি। ২,১০০ টাকা নিয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে। কিছু ওষুধ আর শীতের কয়েকটা পোশাক কেনা ছাড়া কিছুই খরচ হয়নি।"
advertisement
মিলনের সংযোজন, "১৮,০০০ ফুট উঁচুতে অক্সিজেনের অভাব হয়। কেরলের একটা বাইকার টিম এসেছিল, তাদের কাছে অক্সিজেন সিলিন্ডার ছিল, তারা সেটি আমাকে দিয়ে সাহায্য করেছেন। খুব ক্লান্ত হয়ে পরেছিলাম তবে ওই অক্সিজেন লাগেনি। ওখানে দারচা চেকপোস্টের কাছে বাংলার প্রদীপ সিংহর সঙ্গে দেখা হয়। তিনি সাইকেল নিয়ে লাদাখ গেছেন।"
হরিপালের বিধায়ক করবী মান্না এই বিষয় বলেন, "মিলন যে স্বপ্ন সার্থক করতে পেরেছে, এটা আমাদের সিঙ্গুরের গর্ব।"
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News- পায়ে হেঁটে লাদাখ ভ্রমণ! কেমন অভিজ্ঞতা সিঙ্গুরের মিলন মাঝির?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement