মন্ডপের মধ্যে দিয়ে দর্শনার্থীদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চান পুজো উদ্যোক্তারা। তাদের বার্তা বর্তমান যুবসমাজ যেভাবে নেশার কবলে পড়ে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে তা থেকে মুক্তি। মন্ডপের মধ্যে প্রবেশ করলেই প্রথমেই দেখা যাবে একটি বৃহৎ কঙ্কালের মুখ। যা তৈরি করা হয়েছে সিগারেটের খালি প্যাকেট দিয়ে। মন্ডপের মধ্যে একটি ফুসফুস লিভার যকৃত প্রভৃতি তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ২৯৪ বছরের প্রাচীন সাহাগঞ্জের জাগ্রত জ্যাংড়া কার্তিকের পুজো
মাদকের নেশা কতটা পরিমাণে ক্ষতি করে, তাই ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপের মধ্যে দিয়ে। গোটা মন্ডপটি তৈরি হয়েছে পুরোটাই ক্লাবের সদস্যদের হাতে। এমনকি তাদের ঠাকুরে তৈরি হয়েছে ক্লাব সদস্যদের হাতে। এই বছর অভিযান ক্লাবের ১৯ তম বর্ষের পদার্পণ। এই বছরে তাদের থিমের নাম নেশার বধনে জীবনী অস্থাচলে। তাদের এই অভিনব থিমের ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন মন্ডপে আগত সকল দর্শনার্থীরা।
আরও পড়ুনঃ উদ্যানপালন দফতরের অভিনব প্রয়াস! পলি মালচিং পদ্ধতিতে পেঁপের চাষ
ঠাকুর দেখতে আসা দর্শনার্থী জানান, অভিনব এই থিমের ভাবনা খুবই পছন্দ হয়েছে তাদের। মাদকজাত দ্রব্য যে বর্জন করা উচিত সেই মেসেজ থিমের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে তুলেছেন পূজা উদ্যোক্তারা। থিমের চিন্তাভাবনাকে যেমন সাধুবাদ জানাচ্ছেন দর্শনার্থীরা ঠিক তেমনি মন্ডপে এসে অপূর্ব মণ্ডপশয্যায় ছবিও তুলে নিয়ে যাচ্ছেন স্মার্টফোনে বন্দী করে।
Rahi Haldar