আরও পড়ুন: হাইটেক পলি হাউস পদ্ধতিতে মাটি ছাড়াই তৈরি হচ্ছে বিভিন্ন সবজির চারা
বর্তমানে জেলা জুড়ে চাষবাসে কিছুটা ভাটা পড়লেও এখনও বহু মানুষ চাষ আবাদের সঙ্গে যুক্ত। হাতে গোনা হলেও নতুন প্রজন্মের হাতে জমিতে ফুটছে ফুল। বছর জুড়ে নানা ফসল ফলছে জমিতে। তার পাশাপাশি ইদানিং ফুলের চাষ শুরু করেছেন গোঘাটের তারকনাথ বাবু।। নিজের জমিতে গাঁদা, চেরি দোপাটি. অপরাজিতা চন্দ্রমল্লিকা ডালিয়ার মত বিভিন্ন ফুলে শীত পড়লে মাঠ ভরে থাকে।
advertisement
আরও পড়ুন: ঘুম হচ্ছে না? শ্বাসকষ্ট? হাই প্রেশার? চুল পড়ছে? এই শাক খান নিয়ম মেনে! সব সমস্যার সমাধান
ফুল চাষি তারকনাথ গায়েন জানায়, অন্যান্য চাষের থেকে ফুল চাষে লাভের পরিমাণ একটু বেশি।ফুলের বাজারদর উঠানামা করে। বাজারে কোনও সময় দাম খুব কম হলে আবার দাম বাড়ার সম্ভাবনা থাকে ফুলের। কিন্তু ফসলের ক্ষেত্রে একবার দাম কমলে আর সে বছর বাড়ে না। সে জন্যই কম বেশি ফুল চাষ করেছি। এবছর দেশ থেকে বিদেশের ভিন্ন ধরনের ভ্যারাইটিসের ফুল গাছ লাগিয়েছি পাশাপাশি এখান থেকেও আবার নিজের নার্সারিতে তৈরি করছি চারা গাছ। যা এখান থেকেই বহু জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ফুল চাষ করলে অন্যান্য চাষের থেকে ব্যাপক পরিমাণের লাভ দেখবে বলে তিনি মনে করছেন।
Suvojit Ghosh





