TRENDING:

Hooghly News: সহযাত্রীরাই পরিবার! চলন্ত ট্রেনে ১৯ পদের আইবুড়ো ভাতের আয়োজন, পাতে পড়ল কী কী

Last Updated:

রোজনামচার জীবনে নিত্য আসা-যাওয়ার পথে এমন অনেক মানুষের সঙ্গে আলাপ হয়। ধীরে ধীরে বন্ধুত্বও গড়ে ওঠে, যা হয়ে যায় একটা পরিবারের মতো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: এখন বিয়ের মরসুম। সেই আঁচ লোকাল ট্রেনেও। সম্প্রতি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ট্রেনের মধ্যে বিয়ের ভিডিও। ফের সেই লোকাল ট্রেনেই বসল আসর। তবে বিয়ের নয়, আইবুরোভাতের।সহযাত্রী বন্ধুকে সারপ্রাইজ দেওয়ার জন্য অন্য সহযাত্রীরা এলাহি ভাবে আইবুড়ো ভাতের আয়োজন করলেন। তা-ও আবার চলন্ত লোকাল ট্রেনের মধ্যেই। এরকমই একটি অভিনব দৃশ্যের সাক্ষী থাকলো তারকেশ্বর- হাওড়া ট্রেনের নিত্যযাত্রীরা।
advertisement

প্রতিদিন ট্রেনে চড়ে তারকেশ্বর থেকে হাওড়া যান অনেকেই। হাওড়া স্টেশনে নেমে সকলে চলে যান যে যাঁর গন্তব্যে। আবার দিনের শেষে হাওড়া থেকে একই ভাবে বাড়ি ফেরা। রোজনামচার জীবনে নিত্য আসা-যাওয়ার পথে এমন অনেক মানুষের সঙ্গে আলাপ হয়। ধীরে ধীরে বন্ধুত্বও গড়ে ওঠে, যা হয়ে যায় একটা পরিবারের মতো।

নিত্য ট্রেনে যাতায়াতের সূত্রে বাহিরখন্ডের অতনু শাসমলের বন্ধুত্ব গড়ে ওঠে ট্রেনের পিন্টু, সঞ্জয়, মিলন, রাজু, নির্মল, গোবিন্দ, মানিক-সহ বেশ কিছু যাত্রীদের। জানা গিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর অতনু বাবুর বিয়ে হরিপাল নিবাসী উর্মিলা দেবীর সঙ্গে। সেই মতো তিনি ট্রেনের বন্ধুদের নেমন্তন্ন করেছেন বলে জানা যায়।

advertisement

আরও পড়ুন: বাতিল হল একাধিক ট্রেন! বেড়াতে যাওয়ার আগে চরম ভোগান্তি সাধারণ মানুষের

View More

আরও পড়ুন: বাড়িতে হাজির স্বয়ং ‘বিধায়ক’…! মুহূর্তেই জমে গেল ভিড়, কারণ জানলে চমকে উঠবেন

রবিবার সকাল ৯:৩২ ডাউন তারকেশ্বর -হাওড়া লোকালের ভেন্ডার কামড়ায় ফুলের মালা বেলুন দিয়ে সাজিয়ে হবু বরকে ধুতি-পাঞ্জাবি পরিয়ে সানাই বাজিয়ে উলু ধ্বনি দিয়ে উনিশ পদের আয়োজনে আইবুড়ো ভাত খাওয়ানো হয় অতনুকে। কী ছিল না সেই পদে! ভাত, মাছ, মাংস, তরি- তরকারি সহ শেষ পাতে দই, মিষ্টি একেবারে এলাহি ব্যাপার। অতনু জানান, সহযাত্রীদের কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ গিফট পেয়ে আপ্লুত তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সহযাত্রীরাই পরিবার! চলন্ত ট্রেনে ১৯ পদের আইবুড়ো ভাতের আয়োজন, পাতে পড়ল কী কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল