Train Cancelled: বাতিল হল একাধিক ট্রেন! বেড়াতে যাওয়ার আগে চরম ভোগান্তি সাধারণ মানুষের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Train Cancelled: ৯ ডিসেম্বর থেকে টানা ১২ দিন বহু এক্সপ্রেস ও লোকাল ট্রেন বাতিল ও একগুচ্ছ মেল, এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
বীরভূম: ডিসেম্বরে অনেকে নানা জায়গায় বেড়াতে যান। অনেকেই পছন্দের জায়গায় যাওয়ার জন্য আগাম টিকিটও কেটে রেখেছেন। আর এই পরিস্থিতির মধ্যেই বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল। রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চাতরা ও মুরারই স্টেশনের মাঝে তৃতীয় লাইনের কাজের জেরে ৯ ডিসেম্বর থেকে টানা ১২ দিন বহু এক্সপ্রেস ও লোকাল ট্রেন বাতিল ও একগুচ্ছ মেল, এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। পুজোর আগেও রামপুরহাট ও চাতরা স্টেশনের মাঝে তৃতীয় লাইনের- কাজ চলায় টানা ২৯ দিন বহু এক্সপ্রেস ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকে। সামনে বড়দিন ও নতুন বছর। উৎসব ও আনন্দমুখর দিনের আগের সময়টিকে কেন রেল লাইন কাজের জন্য বেছে নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
রামপুরহাট ও চাতরা স্টেশনের মাঝে তৃতীয় লাইনকাজের জন্য গত ১৭ আগষ্ট থেকে ২৯ দিন ব্যাপী বহু এক্সপ্রেস ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকে। দুরপাল্লার ট্রেনগুলি রুট পরিবর্তন করে চলাচল করে। ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয় মানুষকে। ফের একই অবস্থার সম্মখীন হতে চলেছেন ট্রেন যাত্রীরা। এছাড়া কুলিক, কাঞ্চনজঙ্ঘা, গৌড়, উত্তরবঙ্গ, দার্জিলিং মেল, পদাতিক, বিবেক, কাজিরাঙা, হামসফর, কর্মভূমি, সরাইঘাট, তেভাগা, সহ ৪৪ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন রুট পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে রামপুরহাট থেকে সাহেবগঞ্জ, বারহারোয়া, আজিমগঞ্জ রুটে ১৩ জোড়া লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। যার জেরে চরম ভোগান্তির আশঙ্কা করছেন এই রুটের যাত্রীরা। বেড়ানোর মরশুমে এই ট্রেন বন্ধ হওয়ায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে জেলার পর্যটনকেন্দ্রগুলিতে।
advertisement
আরও পড়ুন- আত্মঘাতী প্রেমিকা! হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ‘পুষ্পা’-খ্যাত অভিনেতা, কে তিনি?
advertisement
একইভাবে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়ীক কাজে নিত্যদিন কলকাতা যান এই এলাকার মানুষ। তাঁরাও ফের বিপাকে পড়তে চলেছেন। ডিসেম্বেরের এই সময় গুরুত্বপূর্ণ ট্রেনগুলি বাতিল থাকায় ব্যাপক প্রভাব পড়বে বলে জানান তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। একইভাবে ফের মাথায় হাত পড়েছে সেখানকার ফুলচাষী, লজ ও হোটেল ব্যবসায়ীদের। এর আগে টানা লকডাউন ও পরে ঘন ঘন রেল ব্লকের ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা।১৮ ডিসেম্বর হাওড়া থেকে ট্রেন ধরে পরিবার নিয়ে পুরী বেড়াতে যাবেন রামপুরহাটের অর্নিবান ঘোষ। তিনি বলেন, রামপুরহাট থেকে হাওড়া যাওয়ার জন্য কুলিক এক্সপ্রেসে আগাম রিজার্ভেশন করে রেখেছি। কিন্তু কুলিক বাতিল। অন্য ট্রেনেও সিট খালি নেই। এখন কী যে করি ভেবে পাচ্ছি না।
advertisement
প্রসঙ্গত ঠিক একইভাবে আগে পুজোর সময়ও একইভাবে প্রায় একমাস ব্লক ছিল রেল। রেল হঠাৎ করে যেভাবে এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে রুট বন্ধ করল যার ফলে দিশেহারা হয়ে পড়েছেন বহু মানুষ। বিশেষ করে যারা দীর্ঘদিন আগে থেকে বেড়াতে যাওয়ার জন্য রিজার্ভেসন করে রেখেছিলেন এবং বেড়াতে যাওয়ার প্রস্তুতি সেরে রেখেছিলেন তারা ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন এই ঘটনায়।
advertisement
সৌভিক রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 7:50 PM IST