Pakistani Actress Death: দুঃসংবাদ! ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকস্তব্ধ বিনোদন জগত

Last Updated:

Pakistani Actress Death: প্রয়াত হলেন প্রাক্তন পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী, লেখক প্রযোজক এবং হোস্ট নওশীন মাসুদ। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন ইন্ডাস্ট্রিতে৷

বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ একের পর এক মৃত্যুর খবরে মন খারাপ সকলের৷ প্রয়াত হলেন প্রাক্তন পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী, লেখক প্রযোজক এবং হোস্ট নওশীন মাসুদ। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন ইন্ডাস্ট্রিতে৷
জানা গিয়েছে, বহু বছর ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী৷ অবশেষে ক্যানসারে সঙ্গে লড়াই করে অকালে চলে গেলেন পাকিস্তানের সত্যিকারের আইকন৷ বহুমুখী প্রতিভার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সকলে৷ নওশীন মাসুদের প্রাক্তন স্বামী তারিক কুরাইশি ফেসবুক পোস্টে তার মৃত্যুর দুঃখজনক খবর শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমার প্রাক্তন স্ত্রী নওশীন মাসুদ ক্যানসারের সঙ্গে দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের পরে মারা গেছেন। তিনি তার পুত্রদের জন্য চমৎকার স্মৃতি রেখে শান্তিতে বিশ্রাম নিন।’
advertisement
advertisement
অভিনেতা আদনান সিদ্দিকী সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘নওশীন মাসুদ, প্রিয় বন্ধু এবং সুন্দর আত্মাকে বিদায়। তাঁর উষ্ণতা এবং শৈলী আমরা ক্যামেরার বাইরে এবং ক্যামেরার বাইরে শেয়ার করা প্রতিটি মুহুর্তে যাদু তৈরি করেছে। আমরা সৃষ্টি করা স্মৃতিগুলির জন্য কৃতজ্ঞ। শান্তিতে বিশ্রাম নিন, নওশীন’৷
advertisement
নওশীন মাসুদ একাধিক বিখ্যাত পাকিস্তানি নাটকে অভিনয় করেছেন যার মধ্যে রয়েছে জাল, কলোনি ৫২, গের তো আখির আপনা হ্যায় এবং ডলি কি আয়েগি বারাত। এই সব নাটকই ছিল অসাধারণ হিট, এরপরেই নওশীন খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে। পাকিস্তানি অভিনেত্রী আন্দাজ আপনা আপনা সহ জনপ্রিয় শো হোস্ট করেন। শাহজাদ রাই, জুনায়েদ জামশেদ, আমির জাকি, জাওয়াদ আহমেদ এবং মিউজিক ব্যান্ড জুনুন সহ জনপ্রিয় পাকিস্তানি গায়কদের একাধিক মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন নওশীন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pakistani Actress Death: দুঃসংবাদ! ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকস্তব্ধ বিনোদন জগত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement