Ranbir Kapoor Viral Video: সম্পূর্ণ 'নগ্ন' অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?

Last Updated:

Ranbir Kapoor Viral Video: কবিরের মতো প্রায় একই ‘অবতারে’ অবতীর্ণ হয়েছেন রণবীর কাপুর। ছবি জুড়ে তাঁর রৌদ্ররূপ দর্শককে যেমন মুগ্ধ করেছে, তেমনই তুলছে বিতর্কের ঝড়। গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘অ্যানিমাল’, দর্শকমহলে যথেষ্ট সাড়া জাগাতে পেরেছে প্রথম দিনই।

 সম্পূর্ণ 'নগ্ন' অ্যানিমাল রণবীর!
সম্পূর্ণ 'নগ্ন' অ্যানিমাল রণবীর!
বলিউডের দ্বিতীয় ছবিতেও বিতর্ক হাতে নিয়েই সাফল্যের পথ তৈরি করে ফেলেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর আগে ‘কবির সিং’-এর পৌরুষ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে, এসেছে সাফল্যও। এবার ‘অ্যানিমাল’ সেপথেই পা বাড়াচ্ছে বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা।
কবিরের মতো প্রায় একই ‘অবতারে’ অবতীর্ণ হয়েছেন রণবীর কাপুর। ছবি জুড়ে তাঁর রৌদ্ররূপ দর্শককে যেমন মুগ্ধ করেছে, তেমনই তুলছে বিতর্কের ঝড়। গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘অ্যানিমাল’, দর্শকমহলে যথেষ্ট সাড়া জাগাতে পেরেছে প্রথম দিনই।
বিষয় হল রণবীরের ক্যারিশমা বা সোয়াগের বাইরেও এই ছবিতে রয়েছে তাঁর নগ্ন দৃশ্য। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রণবীর কাপুর ‘অ্যানিমাল’-এর জন্য একটি দৃশ্যের জন্য সম্পূর্ণ নগ্ন হয়েছেন। সেই সিকোয়েন্সের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্লিপগুলিতে দেখা গিয়েছে, রণবীর কাপুরকে উলঙ্গ অবস্থায় হেঁটে চলেছেন অনিল কাপুরের বাড়ির দিকে। সিনেমায় রণবীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা। এই দৃশ্যে তিনি বারান্দা থেকে অবাক হয়ে তাকিয়ে থেকেছেন রণবীরের দিকে।
advertisement
advertisement
এই দৃশ্যটি ছাড়াও, রণবীর এবং রশ্মিকার আরেকটি ছবি শেয়ার হচ্ছে। সেটি তাঁদের শয়নকক্ষের ঘনিষ্ট মুহূর্তের ছবি। এদৃশ্যও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া, তৃপ্তি দিমরির সঙ্গেও একটি ছবিতে নজর কেড়েছেন রণবীর কাপুর। সেখানেও একটি শয্যাদৃশ্য। নগ্ন তৃপ্তির পেটের উপর মাথা রেখে শুয়ে আছেন রণবীর। তৃপ্তির উন্মুক্ত বক্ষযুগল তাঁরই বাহুতে ঢাকা।
advertisement
সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমালেই রণবীর-রশ্মিকার প্রথমবার জুটি বেঁধেছেন। এছবিতে অন্যতম ভূমিকায় রয়েছেন ববি দেওল, অনিল কাপুর এবং তৃপ্তি দিমরি। বাবা ও ছেলের বিষাক্ত সম্পর্ককে ঘিরেই গড়ে উঠেছে গোটা ছবিটি। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সন্দীপের দ্বিতীয় ছবিটিকেও ‘এ’ শংসাপত্র দিয়েছে। প্রায় ৩ ঘণ্টা ৩৫ মিনিটের এই ছবি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
advertisement
নিউজ ১৮ ছবিটির পর্যালোচনায় লিখেছে, ‘এছবি দেখতে গেলে কলজের জোর লাগবে (নৃশংস হত্যা দৃশ্যের জন্য তৈরি হয়ে যেতে হবে)৷ ছবিটি অন্ধকারাচ্ছন্ন, উচ্চগ্রামে বাঁধা, সেই সঙ্গে তুমুল আড়ম্বরপূর্ণ। গুলির শব্দে অনেক সময় সংলাপও ঢাকা পড়ে যায়। তবে সমস্ত বীভৎসতা এবং তিক্ততার মধ্যেও ছবিটি দেখা যায় শুধু সন্দীপের কেরামতিতে।’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Kapoor Viral Video: সম্পূর্ণ 'নগ্ন' অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement