Anupam-Piya Gossip: টলিপাড়ার 'এই' নায়কের জন্যই ভেঙেছিলেন ৬ বছরের সংসার, তবুও ছিল বন্ধুত্ব! আজ থেকেই কি পুরোপুরি পথ আলাদা হবে অনুপম-পিয়ার?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Anupam-Piya Gossip: অনুপম ও পিয়ার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই ভক্তরা ভেঙে পড়েছিলেন। তবে কেন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন অনুপম ও পিয়া,তার সঠিক কারণ জানা না গেলেও জল্পনা চলছিল পিয়ার সম্পর্ক নিয়ে৷ এবার সেই জল্পনাই সত্যি হল৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মিউজিক, গান এটাই যেন দুজনের সংসার। এই মিউজিকের প্রতি ভালবাসাই কাছাকাছি এনে দিয়েছিল অনুপম ও পিয়া । মিউজিকের সূত্র ধরেই বন্ধুত্ব এবং সেখান থেকেই সম্পর্কের শুরু। তারপর পরবর্তীতে প্রেম এবং পথচলা শুরু হয় দুজনের। ২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন অনুপম রায় ও পিয়া। দিব্যি চলছিল সুখের সংসার। তারপর হঠাৎই ছন্দপতন। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
আচমকাই ডিভোর্সের ঘোষণা করে মুহূর্তের মধ্যে সকলকে অবাক করে দিয়েছিলেন এই চর্চিত জুটি। তবে দীর্ঘ পোস্ট অনুপম জানিয়েছিলেন বিয়ে ভাঙলেও বন্ধুত্বটা তাদের অটুট থাকবে। আজকের পর কি আদৌ পিয়ার সঙ্গে কোনও বন্ধুত্ব থাকবে অনুপমের, সেটাই দেখার বিষয়৷ ইতিমধ্যেই প্রাক্তন স্ত্রী বিয়ের পিঁড়িতে বসার আগে নিজের সোশ্যাল মিডিয়ায় মন খারাপের পোস্ট করেছেন অনুপম রায়৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।