North 24 Parganas News: বাড়িতে হাজির স্বয়ং 'বিধায়ক'...! মুহূর্তেই জমে গেল ভিড়, কারণ জানলে চমকে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
North 24 Parganas News: অশোকনগর বিধানসভা এলাকার বাঁশপুল পঞ্চায়েতের পারুই পাড়ার বাসিন্দা মায়া মন্ডলের বাড়িতে মুহূর্তেই জমে গেল ভিড়। বাড়ির দুয়ারে দাড়িয়ে বিধায়ক মায়া দেবীর হাতে তুলে দেন একটি খাম এবং সাংসদ অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে পাঠানো একটি চিঠি।
উত্তর ২৪ পরগনা: হঠাৎ বাড়িতে স্বয়ং বিধায়ক। অশোকনগর বিধানসভা এলাকার বাঁশপুল পঞ্চায়েতের পারুই পাড়ার বাসিন্দা মায়া মন্ডলের বাড়িতে মুহূর্তেই জমে গেল ভিড়। বাড়ির দুয়ারে দাড়িয়ে বিধায়ক মায়া দেবীর হাতে তুলে দেন একটি খাম এবং সাংসদ অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে পাঠানো একটি চিঠি।
কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার কারণে, এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের নিয়ে দিল্লিতে আন্দোলন করতে দেখা গেছিল অভিষেক ব্যানার্জিকে। সেই আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা লিখে রেখেছিলেন তিনি। সেই মত এদিন মায়া মন্ডলের কাছে টাকা পাঠালেন শাসক দল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।
advertisement
advertisement
বিষয়টি যেন এখনও স্বপ্নের মত মায়া মণ্ডলের কাছে। জানা গিয়েছে, সাংসদ তার নিজের মাসিক ভাতার থেকে এই টাকা দিয়েছেন। আর সেই টাকা তুলে দিতেই এদিন মায়া দেবীর বাড়িতে আসলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।
advertisement
তিনি বলেন, সাংসদ কথা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলে, তিনি নিজে সেই টাকা দেবেন। সে মতো কথা রেখেছেন অভিষেক ব্যানার্জি। আর ১০০ দিনের টাকা হাতে না আসলেও, সংসদের পাঠানো এই টাকা হাতে আসতেই মুখে হাসি ফুটল প্রান্তিক এলাকার এই খেটে খাওয়া মানুষদের।
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2023 1:28 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাড়িতে হাজির স্বয়ং 'বিধায়ক'...! মুহূর্তেই জমে গেল ভিড়, কারণ জানলে চমকে উঠবেন