Sandipta Sen: বিয়ের পরই চোখে জল 'নববধূ' সন্দীপ্তার! কারণটা কী? শুনলে আঁতকে উঠবেন

Last Updated:
Sandipta Sen: সংবাদমাধ্যমকে সন্দীপ্তার ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, বিয়ের পরই নাকি কেঁদে ফেলেছেন নায়িকা৷ এমনকি বিয়ের দিন সকাল থেকেই নাকি তিনি কাঁদছিলেন৷
1/5
টলিপাড়ায় বিয়ের সানাই৷  অবশেষে এল সেই শুভক্ষণ৷ দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
টলিপাড়ায় বিয়ের সানাই৷ অবশেষে এল সেই শুভক্ষণ৷ দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
advertisement
2/5
৭ ডিসেম্বর ঘটা করে বিয়ে সারলেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ প্রেমিক সৌম্য গলায় মালা দিয়ে চারহাত এক হল টলি নায়িকার৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল বিয়ের আসর৷ পরিবার ও কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নায়িকা৷
৭ ডিসেম্বর ঘটা করে বিয়ে সারলেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ প্রেমিক সৌম্য গলায় মালা দিয়ে চারহাত এক হল টলি নায়িকার৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল বিয়ের আসর৷ পরিবার ও কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নায়িকা৷
advertisement
3/5
এদিন বৈদিক মতে বিয়ে সারলেন টলি নায়িকা৷ মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তার গোটা টিমের তত্ত্বাবধানে তাঁদের চারহাত এক হল৷ কন্যাদান ছাড়াই সুসম্পন্ন হল বিয়ে৷ বিয়ের দিন সর্বদাই হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী৷ তবে বিয়ের শেষলগ্নে নাকি নিজেকে ধরে রাখতে পারেননি অভিনেত্রী৷
এদিন বৈদিক মতে বিয়ে সারলেন টলি নায়িকা৷ মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তার গোটা টিমের তত্ত্বাবধানে তাঁদের চারহাত এক হল৷ কন্যাদান ছাড়াই সুসম্পন্ন হল বিয়ে৷ বিয়ের দিন সর্বদাই হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী৷ তবে বিয়ের শেষলগ্নে নাকি নিজেকে ধরে রাখতে পারেননি অভিনেত্রী৷
advertisement
4/5
সংবাদমাধ্যমকে সন্দীপ্তার ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, বিয়ের পরই নাকি কেঁদে ফেলেছেন নায়িকা৷  এমনকি বিয়ের দিন সকাল থেকেই নাকি তিনি কাঁদছিলেন৷ আসলে ভালবাসার মানুষকে বিয়ে করার আনন্দের মধ্যেও বাপের বাড়ি ছাড়ার কষ্টটাও ভুলতে পারছিলেন না অভিনেত্রী৷
সংবাদমাধ্যমকে সন্দীপ্তার ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, বিয়ের পরই নাকি কেঁদে ফেলেছেন নায়িকা৷ এমনকি বিয়ের দিন সকাল থেকেই নাকি তিনি কাঁদছিলেন৷ আসলে ভালবাসার মানুষকে বিয়ে করার আনন্দের মধ্যেও বাপের বাড়ি ছাড়ার কষ্টটাও ভুলতে পারছিলেন না অভিনেত্রী৷
advertisement
5/5
সাধারণত বিয়ের দিন প্রতিটা মেয়েই শ্বশুরবাড়ি যাওয়ার সময় মন খারাপ হয়, কম-বেশি সকলেই বাড়ি ছাড়ার কষ্টে কান্নাকাটিও করে৷ তেমনটাই হয়তো সন্দীপ্তারও হয়েছে৷ সৌম্যর সঙ্গে নতুন জীবনের শুভকামনা করেছেন সমস্ত অনুরাগীরা৷
সাধারণত বিয়ের দিন প্রতিটা মেয়েই শ্বশুরবাড়ি যাওয়ার সময় মন খারাপ হয়, কম-বেশি সকলেই বাড়ি ছাড়ার কষ্টে কান্নাকাটিও করে৷ তেমনটাই হয়তো সন্দীপ্তারও হয়েছে৷ সৌম্যর সঙ্গে নতুন জীবনের শুভকামনা করেছেন সমস্ত অনুরাগীরা৷
advertisement
advertisement
advertisement