শ্রীরামপুর, উত্তরপাড়া, রিষড়া, ডানকুনি, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর পুরসভা এলাকা। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের কানাইপুর ও রিষড়া, চন্ডীতলার মশাট, শিয়াখালা, মগড়ার, দেবানন্দপুর, ব্যান্ডেল, পোলবার সুগন্ধা, রাজহাট,বলাগড়ের শ্রীপুর ও জিরাট, খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েত হটস্পট। এই সব এলাকার জন প্রতিনিধি ও স্বাস্থ্য কর্মিদের ডেঙ্গি মোকাবিলায় কী করনীয় তার দিক নির্দেশ দেওয়া হয় বৈঠকে। জেলা শাসক জানান, রিভিউ মিটিং এ আলোচনা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ফের ডেঙ্গিতে মৃত্যু উত্তরপাড়ায়! মোট মৃত্যুর সংখ্যা শুধু উত্তরপাড়াতেই চার!
গত দু সপ্তাহে কিছুটা নিয়ন্ত্রনে আছে ডেঙ্গি। পুজোর পর কিছুটা বেড়েছিল। একটু সচেতন হলে সতর্ক হলে ডেঙ্গি নিয়ন্ত্রণ করা যাবে। জ্বরের রোগীদের খোঁজ নিয়ে তাদের উপর নজর রাখতে বলা হয়েছে। হটস্পট এলাকায় স্বাস্থ্য শিবির করতে বলা হয়েছে। শহরাঞ্চলে যেখানে ডেঙ্গির প্রকোপ বেশি সেখানে মোবাইল ভ্যান ঘুরে ঘুরে পরীক্ষা করবে। যেখানে মানুষের ভিড় বেশি, বাজার এলাকা সেখানে প্রচারে জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ির দুর্ঘটনায় আহত তিন
হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া বলেন, আক্রান্ত এখনও ছয় হাজার ছোঁয়নি। রোজ আশিটার মত আক্রান্তের খোঁজ মিলছে। পরীক্ষা বাড়ানো হয়েছে। ফিভার ক্লিনিক ১৮ টা ব্লক হাসপাতালে চলছে। হটস্পট এলাকা গুলোতে যদি কারও জ্বর হয়, তিন দিনের মধ্যে রক্ত পরীক্ষা করতে হবে। এলাইজা পদ্ধতিতে বিনা মূল্যে রক্ত পরীক্ষা করা হচ্ছে সব হাসপাতালে।
Rahi Haldar