TRENDING:

Hooghly News: এতদিনে বিদ্যুৎ পেল গোঘাটের ৪ পরিবার! দুর্দশার কথা প্রথম তুলে ধরেছিল নিউজ ১৮ লোকাল

Last Updated:

হুগলির গোঘাট-২ ব্লকের বদনগঞ্জ ফুলুই-২ পঞ্চায়েতের তিলারি গ্রামের। নিউজ ১৮ লোকালে এই খবর প্রথম প্রকাশিত হয়। তারপরই নড়েচড়ে বসে বিদ্যুৎ দফতর থেকে শুরু করে স্থানীয় ব্লক প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দীর্ঘ কয়েক বছর বিদ্যুৎহীন অবস্থায় ছিল চারটি পরিবার। সেই ছবি ধরা পড়েছিল নিউজ ১৮ লোকালের ক্যামেরায়। ডিজিটাল ইন্ডিয়ার যুগে এইভাবে অন্ধকারে বসবাস করতে হওয়ার জন্য সরাসরি প্রশাসনের দিকে আঙুল তুলেছিল গোঘাটের ওই পরিবারগুলি। যদিও অবশেষে এল স্বস্তির খবর, বিদ্যুৎ পৌঁছল ওই চারটি বাড়িতে।
advertisement

আরও পড়ুন: চেয়ারে বসলেই মেশিন বডি ম্যাসাজ করে দেবে! বর্ধমানে অন্যরকম সেলুন কাম ক্যাফে

ঘটনাটি হুগলির গোঘাট-২ ব্লকের বদনগঞ্জ ফুলুই-২ পঞ্চায়েতের তিলারি গ্রামের। নিউজ ১৮ লোকালে এই খবর প্রথম প্রকাশিত হয়। তারপরই নড়েচড়ে বসে বিদ্যুৎ দফতর থেকে শুরু করে স্থানীয় ব্লক প্রশাসন। অবশেষে ঐ চার পরিবারে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। এতদিন বিদ্যুৎহীন থাকা নিয়ে ওই চারটি পরিবারের অভিযোগ ছিল, বিদ্যুৎ সংযোগের জন্য বারবার প্রশাসনের কাছে দরবার করেও ফল হয়নি। কেউ তাঁদের কথা শুনছেন না।

advertisement

View More

দীর্ঘ অপেক্ষা পেরিয়ে অবশেষে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় উপকৃত চারটি পরিবার নিউজ ১৮ লোকালকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সংবাদ মাধ্যম বিষয়টি তুলে ধরার কারণেই এতদিনের দুর্দশা ঘুচল। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তাঁদের ভুলের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। জানানো হয়েছে, বিষয়টি নজরে না থাকাতেই এমন ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু সংবাদ মাধ্যম খবর করতেই বিষয়টি তাঁদের নজরে আসে। আর তারপরই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: এতদিনে বিদ্যুৎ পেল গোঘাটের ৪ পরিবার! দুর্দশার কথা প্রথম তুলে ধরেছিল নিউজ ১৮ লোকাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল