East Bardhaman News: চেয়ারে বসলেই মেশিন বডি ম্যাসাজ করে দেবে! বর্ধমানে অন্যরকম সেলুন কাম ক্যাফে

Last Updated:

এই অত্যাধুনিক সেলুন কাম ক্যাফে। এখানে আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম দিয়ে বডি ম্যাসাজ, চুল কাটা, হেয়ার স্টাইলিং ইত্যাদি করা হচ্ছে। পাশেই আছে কান্ট্রি সাইট ক্যাফে এরিয়া।

+
title=

পূর্ব বর্ধমান: অত্যাধুনিক মেশিনের দ্বারা বডি ম্যাসাজের সুবিধা এবার বর্ধমান শহরেই। সারাদিনের খাটাখাটনিতে ক্লান্ত শরীরকে একটু চাঙ্গা করে নেওয়ার জন্য অনেকেই বডি ম্যাসাজ পছন্দ করেন। কিন্তু বর্ধমানের এমন শৌখিন মানুষদের ক্ষেত্রে এতদিন হাতের দ্বারা পুরনো পদ্ধতির বডি ম্যাসাজ‌ই ভরসা ছিল। আর মেশিনের দ্বারা অত্যাআধুনিক বডি ম্যাসাজ করাতে চাইলে যেতে হত দুর্গাপুর বা কলকাতায়। তবে এবার আর চিন্তা নেই, বর্ধমানে বসেই পাওয়া যাবে প্রিমিয়াম কোয়ালিটির বডি ম্যাসাজের সুবিধা।
বর্ধমান শহরের কাছেই চালু হয়েছে অত্যাধুনিক মানের একটি ইউনিসেক্স সেলুন ও ক্যাফে। প্রায় ১৮ লক্ষ্য টাকা বিনিয়োগ করে এই সুবিধা গড়ে তোলা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-২ ব্লকের বড়শুলে খোলা হয়েছে এই অত্যাধুনিক সেলুন কাম ক্যাফে। এখানে আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম দিয়ে বডি ম্যাসাজ, চুল কাটা, হেয়ার স্টাইলিং ইত্যাদি করা হচ্ছে। পাশেই আছে কান্ট্রি সাইট ক্যাফে এরিয়া।
advertisement
advertisement
বড়শুল রেলগেট থেকে মাত্র পাঁচ মিনিটের পথ গেলেই পৌঁছানো যাবে এই সেলুন কাম ক্যাফেতে। এই সেলুনের বিশেষ আকর্ষণ হচ্ছে ম্যাসাজ চেয়ার। এখানে বসে বডি, নেক, স্পাইনাল কর্ড, থাই, লেগ ম্যাসাজ নেওয়া যাবে। এবং গোটাটাই হবে মেশিনের দ্বারা।
দশ মিনিটের ম্যাসাজের জন্য খরচ হবে ১০০ টাকা এবং ২০ মিনিটের জন্য ২০০ টাকা। এখানে হেয়ার কাটিং এবং সেভিং মিলিয়ে খরচ হবে ১০০ টাকা। এই সমস্ত সুবিধা পেতে হলে আপনাকে আসতে হবে- স্টাইল অন স্টুডিও-তে।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: চেয়ারে বসলেই মেশিন বডি ম্যাসাজ করে দেবে! বর্ধমানে অন্যরকম সেলুন কাম ক্যাফে
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement