TRENDING:

Hooghly News: দাবদাহ থেকে কুকুরদের বাঁচাতে অলিতে গলিতে রাখা থাকছে পাত্র

Last Updated:

সারমেয়দের ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে‌ শহরের প্রায় সব অলিতে গলিতেই মাটির পাত্রে জল রাখা থাকছে। আর তার মধ্যে নির্দিষ্ট সময় অন্তর নিয়মমাফিক জল ভরে দিচ্ছেন সংগঠনের সদস্যরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: তীব্র দাবদাতে নাজেহাল সবাই। এই গরম থেকে বাঁচতে আমজনতা ছাতা, কাপড়ের মুখ ঢেকে বাইরে বেরোচ্ছে, শরীর ঠিক রাখতে ঘন ঘন পানীয় পান করছে। কিন্তু ওরা কী করে এই ভয়ঙ্কর গরমের থাবা থেকে বাঁচবে? এই ওরা হল সারমেয়রা। তাদের কথা ভেবেই এগিয়ে এল উত্তরপাড়ার এক স্বেচ্ছাসেবী সংগঠন। পথ কুকুরদের তৃষ্ণা নিবারণের জন্য কোন্নগর, হিন্দমোটর, উত্তরপাড়া এলাকার বিভিন্ন অলি গলিতে মাটির পাত্রে জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
advertisement

আরও পড়ুন: বছর ঘুরে গেলেও ঠিক হল না ভাঙা কালভার্ট

তীব্র গরমের জন্য মানুষ দুপুরে সাধারণত বাড়ির ভিতরেই থাকছে। চিকিৎসকরাও তেমনটাই পরামর্শ দিচ্ছেন। পশু-পাখিরাও খুঁজছে একটু ছায়ার আশ্রয়। তীব্র গরমে ডিহাইড্রেশনের হয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে অনেক পথ কুকুর। তাই তাদের প্রাণ রক্ষা করতেই এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

advertisement

View More

তাদের এক প্রতিনিধি সৌভিক বলেন, আগে গরমে দেখা যেত কুকুররা নালা নর্দমায় চুবে বসে রয়েছে। সেটা দেখতে যতই নোংরা লাগুক তা ওদের শরীরের পক্ষে উপকারী ছিল। কিন্তু এখন প্রায় সমস্ত ড্রেন ঢেকে দেওয়া হয়েছে ফলে। শরীর অত্যাধিক গরম হয়ে গেলেও তা ঠান্ডা করতে পারছে না সারমেয়রা। সেই কারণেই অসুস্থ হয়ে মৃত্যু হচ্ছে। তাদের ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে‌ই শহরের প্রায় সব অলিতে গলিতেই মাটির পাত্রে জল রাখা থাকছে। আর তার মধ্যে নির্দিষ্ট সময় অন্তর নিয়মমাফিক জল ভরে দিচ্ছেন সংগঠনের সদস্যরা। প্রতিদিন দিনে দু'বার করে সমস্ত পাত্রে জল পরিপূর্ণ করে দিচ্ছেন। সেইসঙ্গে পথ পুকুরদের জন্য এই গরমে স্বাস্থ্যকর খাবারের আয়োজন রাখা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: দাবদাহ থেকে কুকুরদের বাঁচাতে অলিতে গলিতে রাখা থাকছে পাত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল