আরও পড়ুন: বছর ঘুরে গেলেও ঠিক হল না ভাঙা কালভার্ট
তীব্র গরমের জন্য মানুষ দুপুরে সাধারণত বাড়ির ভিতরেই থাকছে। চিকিৎসকরাও তেমনটাই পরামর্শ দিচ্ছেন। পশু-পাখিরাও খুঁজছে একটু ছায়ার আশ্রয়। তীব্র গরমে ডিহাইড্রেশনের হয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে অনেক পথ কুকুর। তাই তাদের প্রাণ রক্ষা করতেই এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
advertisement
তাদের এক প্রতিনিধি সৌভিক বলেন, আগে গরমে দেখা যেত কুকুররা নালা নর্দমায় চুবে বসে রয়েছে। সেটা দেখতে যতই নোংরা লাগুক তা ওদের শরীরের পক্ষে উপকারী ছিল। কিন্তু এখন প্রায় সমস্ত ড্রেন ঢেকে দেওয়া হয়েছে ফলে। শরীর অত্যাধিক গরম হয়ে গেলেও তা ঠান্ডা করতে পারছে না সারমেয়রা। সেই কারণেই অসুস্থ হয়ে মৃত্যু হচ্ছে। তাদের ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতেই শহরের প্রায় সব অলিতে গলিতেই মাটির পাত্রে জল রাখা থাকছে। আর তার মধ্যে নির্দিষ্ট সময় অন্তর নিয়মমাফিক জল ভরে দিচ্ছেন সংগঠনের সদস্যরা। প্রতিদিন দিনে দু'বার করে সমস্ত পাত্রে জল পরিপূর্ণ করে দিচ্ছেন। সেইসঙ্গে পথ পুকুরদের জন্য এই গরমে স্বাস্থ্যকর খাবারের আয়োজন রাখা হয়েছে।
রাহী হালদার