হুগলির ব্যান্ডেলের "ভেল ভেল" উৎসবে অনন্য মেলবন্ধনের ছবি
ভেল উৎসব মূলত শ্রীলঙ্কায় প্রচলিত তবে দক্ষিণ ভারতের তামিনাড়ুতেও বিশেষ ভাবে দর্শনীয়
এই উৎসব এক তামিল রীতি বিশেষ
দেব সেনাপতি কার্তিক বা মুরুগানকে উৎসর্গ করা মন্দিরগুলিতে এই উৎসব বিশেষ ভাবে পালিত হয়
তামিল জনগোষ্ঠীর অনেকেই হুগলি জেলার ব্যান্ডেলে রয়েছেন
তারাই বহু বছর আগে বাংলাতেও শুরু করেন এই “ভেল ভেল” উৎসব
প্রাচীনকালে ভেল তামিলদের রাজরাজাদের যুদ্ধে ব্যবহৃত অস্ত্র বর্শা কিংবা শূলকে বলা হত
হুগলি জেলার ইতিহাসে এই মেলা শতাব্দী প্রাচীন
ঐতিহ্য আর সংস্কৃতি মেনে প্রতিবছর চৈত্র সংক্রান্তির আগে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হয় এই উৎসব
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেমন চড়ক বা গাজন উৎসব হয় অনেকটা সেই ধাঁচেই এই উৎসব
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন